আফগানিস্তানে পাক বিমান হামলায় নিহত ৪৭
১৮ এপ্রিল ২০২২ ১০:২৭ | আপডেট: ১৮ এপ্রিল ২০২২ ১২:১৫
আফগানিস্তানে পাকিস্তানের সামরিক হামলায় নিহতের সংখ্যা ৪৭ বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আফগানিস্তানের খোস্ত ও কুনার প্রদেশের সরকার নিহতের সংখ্যা পৃথকভাবে প্রকাশ করেছে। শনিবার (১৬ এপ্রিল) এই দুই প্রদেশে বিমান থেকে রকেট ও গোলাবর্ষণ করেছিল পাকিস্তানের সামরিক বাহিনী।
গত বছরের ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এর পর থেকেই আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায়। সীমান্তবর্তী প্রদেশগুলোতে জঙ্গিরা পাকিস্তানবিরোধী তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করে আসছে ইসলামাবাদ। শনিবারের বিমান হামলা মূলত জঙ্গিবিরোধী অভিযানের অংশ বলে বর্ণনা করেছে ইসলামাবাদ। তালেবান অবশ্য সীমান্তে জঙ্গি তৎপরতা বরাবরই অস্বীকার করে আসছে।
শনিবার পাকিস্তান সামরিক বাহিনীর হামলার লক্ষ্যবস্তু বেসামরিক সাধারণ নাগরিকদের বাড়িঘর ছিল বলে অভিযোগ করেছে তালেবান। খোস্ত প্রদেশের প্রধান তথ্য কর্মকর্তা শাবির আহমদ ওসমানি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, পাকিস্তানের বিমান হামলায় ৪১ জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও পুরুষ। খোস্ত প্রদেশের দুরান্দ সীমার পার্শ্ববর্তী এলাকায় পাকিস্তানি হামলায় আরও ২২ জন আহত হয়েছেন।
তবে একই প্রদেশের সৎ কাজে উৎসাহ ও অসৎ কাজে প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা নাজিবুল্লাহ নিহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করেছেন। তিনি এএফপিকে জানিয়েছেন, পাকিস্তানি বিমান হামলায় খোস্ত প্রদেশে ৪৮ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, একটি পরিবারেরই ২৪ জন সদস্য প্রাণ হারিয়েছেন।
খোস্ত প্রদেশের একটি গোত্রের নেতা জমশেদ জানিয়েছেন, পাকিস্তানি হামলায় ৪০ জনের বেশি আফগান প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, খোস্তে পাকিস্তানি হামলার পর আমি আহতদের রক্ত ও তাদের চিকিৎসা দেওয়ার জন্য গিয়েছিলাম।
শনিবার আফগানিস্তানের কুনার প্রদেশেও হামলা করে পাকিস্তানের সামরিক বাহিনী। ওই প্রদেশের সরকারি সূত্র জানিয়েছে, পাকিস্তানের হামলায় ৫ জনের মৃত্যু হয়েছে।
সারাবাংলা/আইই