Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকচাপায় শ্রমিক নিহত, ঠিকাদারী অফিসে লাশ রাখা নিয়ে প্রশ্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২২ ০০:০৯

কক্সবাজার: কক্সবাজার শহরের কস্তুরাঘাট ব্রিজের কাজে নিয়োজিত মাহফুজ নামে এক শ্রমিক ট্রাকচাপায় নিহত হয়েছে। তবে দুর্ঘটনার পর তাৎক্ষণিক হাসপালে না নিয়ে দুই ঘণ্টার বেশি সময় লাশ রেখে দেওয়া হয়েছিল ঠিকাদারী প্রতিষ্ঠান মির আক্তারের অফিসে। এদিকে, ঘটনার তথ্য জানতে গেলে সাংবাদিক প্রবেশে বাধা দেয় প্রতিষ্ঠানটি। ফলে শ্রমিকের মৃত্যু ঘিরে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে। রোববার (১৭ এপ্রিল) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মাহফুজ (২০) ময়মনসিংহ’র তারাকান্দার পাগারিয়া’র সুরুজ আলীর ছেলে। তিনি ঠিকাদারী প্রতিষ্ঠান মির আক্তার গ্রুপের শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাটির কাজ করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক পেছন থেকে এসে তাকে পিষে দেয়। এতে তার মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনার পর পরই ট্রাক চালক আরিফ হোসেন পালিয়ে যায়। সেও মির আক্তার গ্রুপে নিয়োজিত চালক।

এদিকে নিহতের লাশ হাসপাতালে না পাঠিয়ে নিয়ে যাওয়া হয় মির আক্তার গ্রুপের অফিসে। যেখানে প্রায় দুই ঘণ্টা পর্যন্ত লাশ রাখা হয়। পরে একটার দিকে পুলিশ লাশটি হাসপাতালের মর্গে পাঠায়। দুই ঘণ্টা ধরে লাশ মির আক্তারের অফিসে রাখাকে ভালোভাবে দেখছেন না প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা। অনেকের মন্তব্য, লাশ সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল।

খবর পেয়ে সাংবাদিকরা তথ্য নেওয়ার জন্য ওই ঠিকাদারী প্রতিষ্ঠানে গেলে সিকিউরিটি গার্ড তাদের প্রবেশে বাধা দেয়। সাংবাদিকদের জানানো হয় উপরের নির্দেশ ছাড়া কোনো সাংবাদিক প্রবেশ করতে দেওয়া হবে না। পরে গেইটে এসে উপস্থিত হন প্রজেক্টের সিকিউরিটি ইনচার্জ মো. হারুন রশীদ

তিনি জানান, সাংবাদিকদের ভিতরে যাওয়ার অনুমতি নেই। শ্রমিক নিহতের ঘটনায় তিনি বলেন, ‘এটি একটি দুর্ঘটনা।’ তারা সবাই মির আক্তার গ্রুপের লোক। শুরুতে লাশ হাসপাতালে না পাঠিয়ে ওখানে কেন রাখা হয়েছে? এমন প্রশ্নের কোন সঠিক উত্তর দিতে পারেননি ওই সিকিউরিটি ইনচার্জ।

নিহতের ভাই মোহাম্মদ মামুন জানান, তিনিও এই গ্রুপে কাজ করেন। ভাইয়ের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এ ব্যাপারে মির আক্তার গ্রুপ এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।

বিজ্ঞাপন

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর গিয়াস জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, এটি একটি দুর্ঘটনা। তবে এ ঘটনার সঙ্গে অন্য কোনো রহস্য আছে কি না তদন্ত করা হচ্ছে। ট্রাক চালক পলাকত রয়েছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

সারাবাংলা/পিটিএম

কক্সবাজার ট্রাকচাপা শ্রমিক নিহত

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর