Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ক্ষমতায় না থাকলে পায়ের নিচে মাটি থাকবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২২ ২২:১৯ | আপডেট: ১৭ এপ্রিল ২০২২ ২২:৫১

চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে কারও পায়ের নিচে মাটি থাকবে না বলে নেতাকর্মীদের হুঁশিয়ার করেছেন দলটির চট্টগ্রাম নগর কমিটির সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

রোববার (১৭ এপ্রিল) বিকেলে মুজিবনগর দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় আ জ ম নাছির উদ্দীন এ কথা বলেন।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়ে আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আমাদের মধ্যে মতভিন্নতা ও নেতৃত্বের প্রতিযোগিতা যা কিছুই থাকুক না কেন, মনে রাখতে হবে— আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে, তাহলে আমাদের কারও পায়ের নিচে মাটি থাকবে না। আমাদের মধ্যে মতভিন্নতা থাকতেই পারে, তবে ব্যক্তিস্বার্থ ও অনৈতিক উচ্চাভিলাসী আচরণের বহিঃপ্রকাশ যেন না ঘটে।’

আগামী সংসদ নির্বাচনকে জাতির অস্তিত্ব রক্ষার অগ্নিপরীক্ষা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই নৌকা প্রতীক দেবেন, তাকেই বিজয়ী করার জন্য এখন থেকে আমাদের কাজ করতে হবে। সাংগঠনিক শৃঙ্খলা মেনে জনগণের আস্থা অর্জনে কাজ করে যেতে হবে। ঢাকা মহানগরীর পর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ দলের সবচেয়ে বড় আদর্শিক প্ল্যাটফর্ম। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ অতীতেও প্রমাণ করেছে, এখনো করছে এবং আগামীতেও করবে— আমরা ঐক্যবদ্ধ। আমরা চট্টগ্রাম মহানগর ও সংলগ্ন এলাকায় ছয়টি সংসদীয় আসন অবশ্যই প্রধানমন্ত্রীকে উপহার দেবো।’

অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে চেতনাগত উন্নয়ন না হলে জাতির অস্তিত্ব বিপন্ন হতে পারে বলে মন্তব্য করেন আ জ ম নাছির উদ্দীন।

সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় যা মুজিবনগর সরকার নামে পরিচিত। ১৭ এপ্রিল এই সরকারের শপথ গ্রহণের মাধ্যমে মুক্তিযুদ্ধ দেশ-বিদেশে আইনসিদ্ধ স্বীকৃতি অর্জন করে। শপথ গ্রহণের এই দিনটি ছিল মহান মুক্তিযুদ্ধের সোপান। আমরা স্বাধীনতা ও বিজয় দিবস পালন করলেও মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করি না। অথচ মুজিবনগর সরকার প্রতিষ্ঠা না হলে মুক্তিযুদ্ধ অর্থহীন হয়ে যেত।’

বিজ্ঞাপন

নগরীর কাজির দেউড়িতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক জালাল উদ্দীন ইকবাল, নির্বাহী সদস্য সৈয়দ আমিনুল হক, থানা আওয়ামী লীগের ফিরোজ আহমদ, আসলাম হোসেন, রেজাউল করিম কায়সার, ওয়ার্ড আওয়ামী লীগের আবুল হাসেম বাবুল, কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, আশরাফুল আলম, ইউনিট আওয়ামী লীগের সেলিমুর রহমান।

আলোচনা সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/আরডি/টিআর

আ জ ম নাছির উদ্দীন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর