ধর্ষণ মামলার আসামি খালাস: ২ আইও’র বিরুদ্ধে শাস্তির নির্দেশ
১৭ এপ্রিল ২০২২ ২০:১৩ | আপডেট: ১৭ এপ্রিল ২০২২ ২০:১৯
রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে অপহরণ ও শ্লীলতাহানির অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় খালাস পেয়েছেন এক আসামি। একইসঙ্গে মামলার দুই তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে অদক্ষতা ও অসদাচরণের দায়ে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল।
রোববার (১৭ এপ্রিল) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এই আদেশ দেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের ২৭ অক্টোবর ভিকটিমকে শহরের তবলছড়ি থেকে অপহরণ করে শ্লীলতাহানির চেষ্টা এবং তলপেটসহ শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি দিয়ে জখম করা হয়েছিল। ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে আসামিরা তাকে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান। পরবর্তী সময়ে ভিকটিমের পিতা ওই দিন থানায় মামলা করেন।
রায়ে বলা হয়েছে, রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণের জন্য এজাহার দায়েরকারী ও ভিকটিমসহ আট জনকে সাক্ষী হিসেবে উপস্থাপন করে। এ মামলার অপরাধ প্রমাণের ব্যবহারযোগ্য আলামত জব্দ না করা, অপহরণের ঘটনাস্থলের খসড়া মানচিত্র প্রস্তুত না করা, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন না করাসহ তদন্তে গুরুতর অবহেলার কারণে কোতোয়ালি থানার এসআই মো. আনোয়ার কামাল হারুন ও এসআই মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অদক্ষতা ও অসদাচরণের দায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর (১৮)৮ ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিতে তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোখতার আহম্মদ বলেন, বাদীপক্ষ সন্দেহাতীতভাবে ঘটনা প্রমাণ করতে পারলেই কেবল আসামির শাস্তি হয়। কিন্তু এখানে বাদীপক্ষ তা প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আসামি খালাস পেয়েছেন।
জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভি বলেন, এই রায়ে আমরা সংক্ষুব্ধ। কেবল তদন্ত কর্মকর্তাদের অদক্ষতার কারণে আসামি খালাস পেয়েছেন। আদালত তদন্তকারী কর্মকর্তাদের শাস্তিমূলক যে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন, এতে ভবিষ্যতে তদন্ত কর্মকর্তারা আরও সতর্ক হবে।
সারাবাংলা/টিআর
আইও’র বিরুদ্ধে শাস্তির নির্দেশ টপ নিউজ ধর্ষণ মামলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল