Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালদিঘীর পাড় গোলচত্বরে হবে বলিখেলা, প্রস্তুতি শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২২ ১৯:৫৮ | আপডেট: ১৭ এপ্রিল ২০২২ ২২:১১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে আব্দুল জব্বারের বলিখেলা ও বৈশাখী মেলার প্রস্তুতি শুরু হয়েছে। নগরীর লালদিঘীর পাড় গোলচত্বরে সড়কে বলিখেলার স্থান চূড়ান্ত করা হয়েছে। সিটি করপোরেশনের একটি ভবনে মেলা কমিটির অস্থায়ী কার্যালয় খোলা হয়েছে। ছয় দিন পর আগামী ১১ বৈশাখ (২৪ এপ্রিল) শুরু হবে তিন দিনের বৈশাখী মেলা। ১২ বৈশাখ বিকেলে হবে শত বছরের ঐতিহ্যবাহী বলিখেলা।

রোববার (১৭ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী নগরীর লালদিঘীর পাড়ে বলিখেলা ও মেলার স্থান পরিদর্শন করেন। এসময় জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি কাউন্সিলর জহরলাল হাজারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কান্তি নাথসহ সংশ্লিষ্টরা ছিলেন।

বিজ্ঞাপন

মেয়র রেজাউল করিম চৌধুরী লালদিঘীর পাড়ে সিটি করপোরেশনের লাইব্রেরি ভবনের দোতলায় বলিখেলা ও মেলা কমিটির অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন। এরপর মেয়র পুলিশ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে লালদিঘী গোলচত্বরে বলিখেলার স্থান চূড়ান্ত করেন। এছাড়া মেলা নিয়ে আরও বেশকিছু সিদ্ধান্ত নিয়ে আয়োজক কমিটিকে দ্রুততার সঙ্গে প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দেন।

জানতে চাইলে কাউন্সিলর জহরলাল হাজারী সারাবাংলাকে বলেন, ‘আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম, জেলা পরিষদ চত্বরে বলিখেলা হবে। কিন্তু মেয়র মহোদয় ও পুলিশ কর্মকর্তারা স্থান পরিদর্শনের পর লালদিঘীর পাড় গোলচত্বরে ট্রাফিক স্ট্যান্ডের পাশে ২০ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থের মঞ্চ বানিয়ে বলিখেলা আয়োজনের সিদ্ধান্ত দিয়েছেন। গাড়ি চলাচলের সুবিধার্থে রাস্তার একপাশ খালি থাকবে। ১২ বৈশাখ বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বলিখেলা হবে। সিটি করপোরেশনের পাশাপাশি পুলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা দেবে।’

বিজ্ঞাপন

অস্থায়ী কার্যালয়ের বিষয়ে তিনি বলেন, ‘এবার সিটি করপোরেশনের লাইব্রেরি ভবনে আমরা একটি অস্থায়ী কার্যালয় চালু করেছি। মেলা চলাকালীন সেখান থেকে সবকিছু মনিটরিং হবে। বলিখেলায় অংশ নিতে ইচ্ছুকরা সেখানে এসে নাম জমা দিতে পারবেন। কার্যালয়ের পাশে এবার প্রথমবারের মতো আমরা ৫০ জন বলির (কুস্তিগীর) বিশ্রাম নিতে পারার উপযোগী করে একটি কক্ষ প্রস্তুত করছি। সেখানে বলিদের মেলা কমিটির পক্ষ থেকে খাবার সরবরাহ করা হবে।’

সিদ্ধান্ত হয়েছে— এবার সড়কের দুই পাশেই শুধু পণ্য নিয়ে বিক্রেতারা বসতে পারবেন। সড়কের মাঝখানের অংশ গাড়ি চলাচলের জন্য খালি থাকবে। আগে সড়কে মোট চারটি সারি করে বিক্রেতাদের বসানো হতো। স্থান সংকুলান না হওয়ায় এবার নাগরদোলা, পুতুলনাচসহ আবহমান লোকসংস্কৃতির চিরায়ত কয়েকটি আয়োজন থাকছে না বলে জানিয়েছেন কাউন্সিলর জহরলাল হাজারী।

বলিখেলা ও মেলার স্থান পরিদর্শনে গিয়ে মেয়র বলেন, ‘জব্বারের বলিখেলা শুধু একটি খেলা নয়, এটি আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধরে রাখতে হবে। সময় স্বল্পতার কারণে স্পন্সরের বদলে সম্পূর্ণ আয়োজনের ব্যয়ভার চট্টগ্রাম সিটি করপোরেশন নিয়েছে। করোনার কারণে গত দুই বছর মেলা হতে পারেনি। এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আশা করব, মেলায় আগে যে জৌলুস ছিল, এবারও সবকিছুই থাকবে।’

পরিদর্শনের সময় চসিকের ওয়ার্ড কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, ওয়াসিম উদ্দিন চৌধুরী, পুলক খাস্তগীর ও রুমকী সেনগুপ্ত, মেলা কমিটির সহসভাপতি চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সদস্য সচিব শওকত আনোয়ার বাদল, সাবেক কাউন্সিলর জামাল উদ্দিন, বলিখেলার রেফারি সাবেক কাউন্সিলর আব্দুল মালেক, মো. চঞ্চল, মো. ইউছুফ ও জিয়াউল হক সোহেল এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীরও মেয়রের সঙ্গে ছিলেন।

এর আগে, করোনার সংক্রমণের কারণে গত দুই বছর বলিখেলা ও মেলা হতে পারেনি। এবার মেলার ১১৩ তম আসর হওয়ার কথা রয়েছে। কিন্তু বলিখেলার ভেন্যু লালদিঘী মাঠ বন্ধ অবস্থায় আছে। লালদিঘীর মাঠ সংস্কার করে শিক্ষা প্রকৌশল অধিদফতর বঙ্গবন্ধুর ছয় দফা ঘোষণার ইতিহাসের আলোকে স্থায়ী মঞ্চ, বঙ্গবন্ধুর ম্যুরালসহ আরও কিছু স্থাপনা তৈরি করেছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় থাকায় মাঠটি এখনো উন্মুক্ত করে দেওয়া হয়নি।

এ অবস্থায় গত ১৩ এপ্রিল সংবাদ সম্মেলন করে জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটি বলিখেলা ও মেলা স্থগিতের ঘোষণা দেয়। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়ার মুখে ঐতিহাসিক এ আয়োজনের সার্বিক দায়িত্ব নিয়েছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি আগের নিয়মে যথাসময়ে বলিখেলা ও মেলা আয়োজনের ঘোষণা দেন।

সারাবাংলা/আরডি/টিআর

চসিক মেয়র জব্বারের বলিখেলা টপ নিউজ বলিখেলা

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর