Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংকে আধুনিক ডেটা সেন্টারের উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২২ ১৯:৪৩ | আপডেট: ১৮ এপ্রিল ২০২২ ১৫:৩১

ঢাকা: গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে নতুন ডাটা সেন্টারের উদ্বোধন করেছে যমুনা ব্যাংক লিমিটেড। টিআইএ-৯৪২ স্ট্যান্ডার্ড টায়ার-৩ ডেটা সেন্টারটি উদ্বোধনের আগে যমুনা ব্যাংক লিমিটেড তাদের নতুন কোর ব্যাংকিং সিস্টেমকে রূপান্তরিত করেছে। এখন এই ডেটা সেন্টারের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও উন্নত ব্যাংকিং সেবা দিতে পারবে বলে জানিয়েছে যমুনা ব্যাংক।

রোববার (১৭ এপ্রিল) রাজধানীর গুলশানে যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই ডেটা সেন্টারের উদ্বোধন করেন ব্যাংকটির চেয়ারম্যান গাজী গোলাম আশরিয়া। এসময় ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডাটা সেন্টার উদ্বোধনের পর তা ঘুরে দেখেন ব্যাংকটির কর্মকর্তারা।

বিজ্ঞাপন

ডাটা সেন্টার উদ্বোধন শেষে যমুনা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান গাজী গোলাম আশরিয়া বলেন, আমরা আমাদের কার্যালয়ে বিশ্বমানের ডাটা সেন্টার স্থাপন করেছি। এর ফলে গ্রাহকের তথ্য সুরক্ষিত থাকবে। কোনোভাবেই তাদের তথ্য হারিয়ে যাবে না। আমাদের এই ডেটা সেন্টার বিশ্বমানের।

 

তিনি আরও বলেন, আমাদের ব্যাংকের কার্যক্রম বাড়ছে। গ্রাহক বাড়ছে। আমাদের আরও নতুন নতুন প্রযুক্তিতে যেতে হবে। ভবিষ্যতে আমাদের এই ডেটা সেন্টারকে আরও উন্নত করা হবে।

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহ্বাজ নূর মোহাম্মদ বলেন, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে এই ডেটা সেন্টার প্রস্তুত করা হয়েছে। দেশের সব ব্যাংকের মধ্যে আমাদের ডেটা সেন্টারই এখন সবচেয়ে উন্নত। আমাদের এই ডাটা সেন্টারটি এখন সব ফ্যাসিলিটিতে সম্পূর্ণ।

তিনি বলেন, আমাদের ডাটা সেন্টার আগেও ছিল। যেহেতু আমাদের ব্যাংকের পরিধি বেড়েছে, গ্রাহক বেড়েছে, তাই ডাটা সেন্টারটি আধুনিক মানের করা হয়েছে।

বিজ্ঞাপন

আলহ্বাজ নূর মোহাম্মদ আরও বলেন, ব্যাংকিং খাতের প্রথম পাঁচটি ব্যাংকের মধ্যে অবস্থান করছে যমুনা ব্যাংক। আর এই ডেটা সেন্টার স্থাপনের মধ্যে দিয়ে আমরা প্রথম অবস্থানে আছি বলে মনে করছি।

অনুষ্ঠানে যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ বলেন, যমুনা ব্যাংক সবসময় গ্রাহকদের জন্য আধুনিক সেবাদানের চিন্তা করে। তাই আমরা নিজস্ব ছয় হাজার বর্গফুট জায়গা নিয়ে ডেটা সেন্টার স্থাপন করেছি। আমরা এর আকার আরও বাড়াতে চাই। আমরা এখন যে ডাটাবেজ নিয়েছি, তা খুব আধুনিক। এখানে সবসময় বিদ্যুৎ থাকবে। গ্রাহকসেবায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য আমাদের ডেটিকেটেড টিম রয়েছে।

তিনি বলেন, সেবা আধুনিক করতে ভবিষ্যতে আমরা আইটি খাতে আরও বেশি বিনিয়োগ করব। ব্যাংকের সেবা যেন গ্রাহকের দৌড়গোড়ায় পৌঁছে যায়, সেটিই আমাদের লক্ষ্য। এই ডেটা সেন্টারের মাধ্যমে গ্রাহকদের আধুনিক ও যুগোপযোগী সেবা দিতে পারব বলে আমরা বিশ্বাস করি।

ডেটা সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে যমুনা ব্যাংকের পরিচালক মো. ইসমাইল হোসেন সিরাজী, মো. রেদোয়ান উল করিম আনসারী ও মো. সাইদুল ইসলামসহ ব্যাংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/টিআর

আলহ্বাজ নূর মোহাম্মদ গাজী গোলাম আশরিয়া ডাটা সেন্টার উদ্বোধন মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ যমুনা ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর