Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজেসি স্বাস্থ্য বীমা পাচ্ছেন ৪৩ সদস্য

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২২ ১৭:৫৯ | আপডেট: ১৭ এপ্রিল ২০২২ ১৯:৩৬

ঢাকা: টেলিভিশন ও রেডিও’র সাংবাদিকদের এক প্লাটফর্ম নিয়ে গঠিত সংগঠন সম্প্রচার সাংবাদিক কেন্দ্র (বিজেসি) এবারও তাদের সদস্যদের স্বাস্থ্য বীমা দিচ্ছে। ২০২১ সালের শেষ ধাপের বীমার টাকা সদস্যদের হাতে তুলে দিচ্ছে সংগঠনটি ।

বিজেসি সূত্রে জানা গেছে, এ দফায় মোট ৪৩ জন সদস্যের আবেদন অনুমোদিত হয়েছে। যাদের মধ্যে ১৭ জন স্বাস্থ্যবীমা ও ২৬ জন সন্তানজন্ম ভাতা পাচ্ছেন। মোট অনুমোদিত টাকার পরিমাণ আট লাখ ৯১ হাজার ২২৬ টাকা। গত বছর মোট ৯২ জন সদস্য ২০ লাখ ৬৩ হাজার ৫০২ টাকার বীমা সুবিধা পেয়েছেন। যাদের মধ্যে ৩৯ জন স্বাস্থ্যবীমা ও ৫৩ জন সন্তান জন্ম ভাতা পেয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সম্প্রচার মাধ্যমে সাংবাদিকদের কাজের ক্ষেত্রে নিরাপত্তা, ঝুঁকি মোকাবিলা, পেশাগত সক্ষমতা বাড়ানো এবং গবেষণা ও নীতি সহায়তায় কাজ করে যাচ্ছে বিজেসি।

সারাবাংলা/জেআর/এসএসএ

বিজেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর