Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচারিক আদালতে জামিন মেলেনি বোতল চৌধুরীর

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২২ ১৩:৪৬

ঢাকা: বহুল আলোচিত চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় চার্জশিটভুক্ত এক নম্বর আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীর বিচারিক আদালতে জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৭ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক জাকির হোসেনের আদালত এই আদেশ দেন। এছাড়াও এই মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। আগামী ২৫ এপ্রিল মামলাটির পরবর্তী কার্যক্রমের তারিখ ধার্য করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিন আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীর পক্ষে আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু জামিন চেয়ে শুনানি করেন। শুনানি  শেষে তিনি বলেন, ২০০৫ সালের ২৩ মে আসামি উচ্চ আদালত থেকে জামিন পান। দীর্ঘদিন ধরে মামলায় উচ্চ আদালতে স্থগিত ছিল। এরপর নিম্ম আদালতে স্থগিতদেশ ভ্যাকেট হয়ে পড়ে ছিল। ভ্যাকেট হওয়ার পরে মামলার কার্যক্রম চালু হয়নি। এরই মধ্যে গত ২৪ মার্চ আসামি বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সেই বিষয়ে আসামিকে জানানো হয়নি। দীর্ঘদিন ধরে হাইকোর্ট স্থগিতদেশ থাকায় আইনজীবীর সঙ্গে তেমনভাবে যোগাযোগও করা হয়নি। বিষয়টি আইনজীবীও জানেন না, মিস্টেক হয়েছে। এজন্য আসামির জামিনের প্রার্থনা করছি।

এসময় বিচারক বলেন, প্রত্যেকের (আসামির) ঠিকানায় নোটিশ দেওয়া হয়েছে। আসামিপক্ষে জামিননামাও দিয়েছে। উচ্চ আদালতে আদেশ অবহেলা রয়েছে। আসামির জামিনের আবেদন নামঞ্জুর করা হলো।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল রাতে র‍্যাব-১০ এর অভিযানে রাজধানীর গুলশান থেকে ওই মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে (৬৩) গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ২২ বোতল বিদেশি মদ, ১৪ বোতল সোডা ওয়াটার, একটি আইপ্যাড, ১৬টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, দুটি আইফোন ও নগদ দুই লাখ টাকা।পরেদিন রাতে আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন র‍্যাব-১০ এর ডিএডি জাহাঙ্গীর আলম। পরে এই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এসএসএ

বোতল চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর