Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটা সৈকতে ফের ভেসে এসেছে মৃত কচ্ছপ

লোকাল করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২২ ১৩:২৫

কুয়াকাটা: সমুদ্র সৈকতে ফের ভেসে এসেছে জলপাই রঙের সাগর প্রজাতির মৃত কচ্ছপ। শনিবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে জোয়ারের তোরে সৈকতের ঝাউবন পয়েন্ট এলাকায় এটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয় তারা।

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, কচ্ছপটির বৈজ্ঞানিক নাম লিপিডোসিলাস ওলিভেসা। এটির ওজন ৩০ থেকে ৩৫ কেজি হতে পারে। জেলেদের জালের আঘাত আরও দুই তিন দিন আগে কচ্ছপটি মারা যেতে পারে বলে তাদের ধারণা। এটির মুখ এবং পা অর্ধগলিত রয়েছে।

বিজ্ঞাপন

পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষ তারিকুল ইসলাম জানান, কচ্ছপের মৃত্যুর রহস্য উন্মোচনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর কুয়াকাটা সৈকতে এটি নিয়ে মোট ৭টি মৃত কচ্ছপ ভেসে এসেছে

সারাবাংলা/এসএসএ

মৃত কচ্ছপ