Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় চালককে ছুরিকাঘাতে হত্যা

লোকাল করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২২ ১৩:২০

নিহত স্বপন মিয়া

ভৈরব: মিরারচর উপজেলায় অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় চালককে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ এপ্রিতল) দিবাগত রাত ৪টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য রোববার (১৭ এপ্রিল) সকালে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ ।

নিহত অটোরিকশা চালকের নাম স্বপন মিয়া। সে শিবপুর কান্দা পাড়া এলাকার মৃত নায়েব আলীর ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে নিহত চালক স্বপন মিয়া অটোরিকশা নিয়ে কাজে বের হয়। রাত আনুমানিক ৪টার দিকে কালিকাপ্রসাদের মিরারচর হানিফ মিয়ার বাড়ির কাছে পৌঁছালে ছিনতাইকারীরা তার অটোরিকশা থামিয়ে জোরপূর্বক অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে সে বাধা দিলে তাকে ছুরি দিয়ে গলায় ও দেহের বিভিন্ন স্থানে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে । এসময় এলাকাবাসিরা এসে তাকে উদ্ধারের চেষ্টা করে। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করা হচ্ছে ।

সারাবাংলা/এসএসএ

ছুরিকাঘাতে হত্যা

বিজ্ঞাপন

প্লেব্যাক করলেন মোশাররফ করিম
২২ জানুয়ারি ২০২৫ ১৮:০৬

আরো

সম্পর্কিত খবর