এলডিপির ইফতার মাহফিলে হামলা, যেতে পারেননি অলি
১৬ এপ্রিল ২০২২ ২২:০৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ইফতার মাহফিলে হামলার ঘটনা ঘটেছে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল দলটির সভাপতি অলি আহমদের। কিন্তু হামলার কারণে তিনি সেখানে যেতে পারেননি।
অলি আহমদ এ হামলার জন্য ছাত্রলীগ-যুবলীগকে দায়ী করেছেন। এছাড়া চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ নজরুল ইসলাম চৌধুরী ও তার ভাই হামলায় মদদ দিয়েছেন বলে তথ্য পাওয়া কথা জানিয়েছেন।
শনিবার (১৬ এপ্রিল) উপজেলার কেরাণীহাটে ‘সাতকানিয়া রিসোর্ট’ নামে একটি রেস্তোঁরায় ইফতার মাহফিলের আয়োজন করেছিল স্থানীয় এলডিপি। বিকেল চারটার দিকে সেখানে হামলা হয়।
এলডিপির সভাপতি অলি আহমদ সারাবাংলাকে জানান, সাতকানিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের নেতৃত্বে ৮-১০ জন নেতাকর্মী ইফতার মাহফিলের প্রস্তুতি তদারক করছিলেন। বিকেল চারটার দিকে ছাত্রলীগ-যুবলীগের ৫০-৬০ জন সশস্ত্র সন্ত্রাসী সেখানে ঢুকে পড়ে। তারা ইফতার সামগ্রী লণ্ডভণ্ড করে দেয়। বাধা দিতে গেলে এলডিপির নেতাকর্মীদের ওপর হামলা করে। এ সময় লাঠির আঘাতে জসিম উদ্দিনের মাথায় গুরুতর জখম হয়। প্রায় একঘণ্টা ধরে তাণ্ডবের পর পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
‘সন্ত্রাসীরা চলে যাবার পর পরিস্থিতি স্বাভাবিক হতে আরও প্রায় এক ঘণ্টা সময় লাগে। তখন সন্ধ্যা ৬টা। আমার যাবার সময় আর ছিল না। সেজন্য আমি যাইনি। তবে মাহফিলে যাদের আসার কথা ছিল তাদের অধিকাংশই এসেছেন। তারা ইফতার মাহফিলে অংশ নিয়েছেন- বলেন এলডিপি সভাপতি।’
হামলার ঘটনায় কারা জড়িত? জানতে চাইলে অলি আহমদ বলেন, ‘ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা হামলা করেছে। তবে হামলায় কারও মদদ ছিল। স্থানীয়দের কাছে শুনেছি চন্দনাইশের এমপি ও তার ভাই হামলায় মদদ দিয়েছে।’
জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান সারাবাংলাকে বলেন, ‘ইফতার মাহফিল তখন শুরু হয়নি। ৮-১০ জন ছিলেন। ৫-৬টি মোটরসাইকেলে করে কয়েকজন ভেতরে ঢোকেন। অদূরে পুলিশ সদস্য ছিল। তারা ভেবেছেন, এরা এলডিপির নেতাকর্মী। ভেতরে হামলা করে তারা আবার চলে যায়। কিন্তু বাইরে থেকে হামলার বিষয় বোঝা যায়নি। তারা চলে যাবার পর পুলিশ সদস্যরা জানতে পেরে ভেতরে যান। জসিম নামে একজনের মাথা ফেটে রক্ত পড়ছিল। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হামলাকারী কারা সেটা আমরা জানতে পারিনি। জসিম উদ্দিন হাসপাতাল থেকে ফিরে যদি অভিযোগ দেন, তখন আমরা আইনগত ব্যবস্থা নেব।’
সারাবাংলা/আরডি/পিটিএম