Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুঃস্থ-প্রতিবন্ধীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করলেন হাছিনা গাজী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২২ ১৯:০৭

নারায়ণগঞ্জ: রূপগঞ্জে ৪ হাজার অসহায় দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার ভোলানাথপুর এলাকায় পূর্বাচল ক্লাব প্রাঙ্গণে রূপগঞ্জ উপ‌জেলা প‌রিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলার উদ্যোগে এই ঈদবস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীরপ্রতীক) নির্দেশনায় এই আয়োজন করা হয়। কার্যক্রমে প্রধান অতি‌থি হিসেবে যোগ দেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী।

বিজ্ঞাপন

প্রধান অতি‌থির বক্তব্যে মেয়র হাসিনা গাজী ব‌লে‌ন, ‘প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার গরীব ও অসহায় মানু‌ষের জন্য কল্যাণমূলক নানা কর্মসূ‌চি বাস্তবায়ন কর‌ছে।’

সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে বিত্তবান‌দের এগিয়ে আসার আহ্বান জানিয়ে‌ হা‌সিনা গাজী ব‌লেন, ‘আমি মনে করি গরীব মানুষের মাঝে এই ঈদ বস্ত্র বিতরণ করতে সমাজের বিত্তবানদের সবাইকে এগিয়ে আসা উচিৎ। বর্তমান সরকার অসহায়, প্রতিবন্ধী, নারী ও দ‌রিদ্র মানু‌ষের কল্যা‌ণে কাজ কর‌ছে। সরকা‌রের পাশাপা‌শি সমাজের বিত্তবানরা য‌দি তাদের কল্যা‌ণে কাজ ক‌রে তাহ‌লে তা‌দের কষ্ট কিছুটা হ‌লেও লাগব হ‌বে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- রূপগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা। এসময় স্থানীয় গণ্যমান্যরা উপ‌স্থিত ছি‌লেন।

সারাবাংলা/এমও

ঈদবস্ত্র বিতরণ দুঃস্থ-প্রতিবন্ধী হাছিনা গাজী

বিজ্ঞাপন

১২ ডেপুটি জেলারের বদলি
২২ জানুয়ারি ২০২৫ ১৯:২৪

আরো

সম্পর্কিত খবর