‘যুদ্ধ কবে শেষ হবে— বলা যাচ্ছে না’
আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২২ ০৯:৪৫ | আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ১২:২৯
১৬ এপ্রিল ২০২২ ০৯:৪৫ | আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ১২:২৯
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, এই যুদ্ধ কবে শেষ হবে—তা বলা কঠিন। ইউক্রেনীয় সেনাদের সাফল্য এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এই দুই বিষয়ের ওপর সংঘাতের সময়কাল নির্ভর করবে বলেও জানিয়েছেন তিনি।
তিনি বলেন, রুশ সেনা, অর্থনীতি এবং তাদের আবেগপ্রবন সমাজ ব্যবস্থার ব্যাপারে যে কোনো সংবাদ মাধ্যমের চেয়ে বেশি তথ্য রয়েছে তার কাছে।
জেলেনস্কি বলেন, যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর সাফল্য ঐতিহাসিকভাবেই গুরুত্বপূর্ণ ব্যাপার। তাই, ইউক্রেনের মাটি থেকে শত্রু সেনাদের হটাতে সেনাবাহিনীকে আরও আগ্রাসী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, যতো দ্রুত তারা প্রতিশ্রুত অস্ত্র হাতে পাবেন ততো দ্রুত শত্রুদের পরাস্ত করে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
সারাবাংলা/একেএম