Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঝিনাইদহের সাংবাদিকরা এখন একা নয়, আমরা একটি পরিবার’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২২ ২২:৫৮

ঢাকা: ঢাকায় অব‌স্থিত ঝিনাইদহ জেলার সাংবাদিক ফোরামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

শুক্রবার (১৫ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে ওয়াটার ফল কনভেশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পরিচিতি পর্ব ও পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর সিনিয়র সাংবাদিকরা জেলার সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। ইফতার শেষে নৈশভোজের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

ইফতার আয়োজন কমিটির আহ্বায়ক ছিলেন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ পলি। ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের সাংবাদিক মেহে‌দি হাসান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপ‌তি‌ত্ব করেন জ্যেষ্ঠ সাংবাদিক কাজী আব্দুল হান্না‌ন।

সংগঠনের সভাপতি কাজী হান্নান তার বক্তব্যে বলেন, ‘এতদিন ঝিনাইদহের সাংবাদিকরা ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। আজকে এ আয়োজনের মাধ্যমে সবাই এক ছাতার নিচে আসতে পেরেছি। আমরা এতদিন যারা সাংবাদিকতা করেছি, মনে করতাম আমরা একা। কিন্তু আমরা আর একা নই। ঝিনাইদহ সাংবাদিক ফোরাম এখন একটি বড় পরিবারের নাম।’

অনুষ্ঠানে উপ‌স্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস‌্য শফিকুল আযম খান চঞ্চল, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. নবী নেওয়াজ, কিশোরগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ, সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল (অব.) মাহফুজুর রহমান, সাবেক সাম‌রিক স‌চিব মেজর জেনারেল (অব.) সালাউ‌দ্দিন মিয়া‌জী, কবি টোকন ঠাকুর, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, পুলিশ সদর দফতরের পুলিশ সুপার কানাই লাল সরকার, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান, বিবার্তা২৪ এর সম্পাদক ও প্রকাশক বাণী ইয়াসমিন হাসি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কোষাধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) কোষাধ্যক্ষ কবীর আলমগীর।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

ইফতার মাহফিল ঝিনাইদহ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর