Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কূটনীতিকদের সৌজন্যে আওয়ামী লীগের ইফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২২ ২০:১৪ | আপডেট: ১৫ এপ্রিল ২০২২ ২২:৪৭

ঢাকা: কূটনীতিকদের সৌজন্যে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ করেন এবং কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিজ্ঞাপন

ভারত, আমেরিকা, চীন, জাপান, জার্মানি, পোল্যান্ড, নরওয়, তুর্কি, ইন্দোনেশিয়া, রাশিয়া, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, শ্রীলঙ্কা ইউরোপীয় ইউনিয়নসহ প্রায় ৩০ দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

ইফতারে আওয়ামী লীগ নেতাদের মধ্যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম এবং আন্তর্জাতিক উপ-কমিটির চেয়ারম্যান অ্যাম্বাসেডর জমির, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রীপরিষদের সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/এমও

আওয়ামী লীগ ইফতার মাহফিল কূটনীতিক টপ নিউজ

বিজ্ঞাপন

আজ চৈত্র সংক্রান্তি
১৩ এপ্রিল ২০২৫ ০৯:২২

আরো

সম্পর্কিত খবর