Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোরেলগঞ্জে ইটভাটা মালিকককে জরিমানা ও স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২২ ২০:০৮

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে অবৈধ প্রভাব খাটিয়ে ইট ভাটা স্থাপন করার অপরাধে মো. মাসুদ শেখ নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা ও স্থাপনাটি বিনষ্ট করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরের দিকে উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের গাবগাছিয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত, মজিবর রহমান শেখের ছেলে মো. মাসুদ শেখ অবৈধ প্রভাব বিস্তার করে আবাসিক এলাকায় অননুমোদিত লোকাল ভাটা স্থাপন করে খোলা অবস্থায় কাঠ পুড়ে ইট প্রস্তুত করে পরিবেশের মারাত্মক ক্ষতি করছেন। গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে ওই স্থাপনায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।

অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ আওতায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দণ্ডাদেশ দেওয়াসহ অননুমোদিত ভাবে স্থাপিত ভাটার জলন্ত আগুন, প্রস্তুতকৃত কাঁচা ও অর্ধ প্রস্তুতকৃত ইটগুলো পানি দিয়ে বিনষ্ট করে ফেলা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও দণ্ডাদেশ বাস্তবায়নে সহায়তা করে দৈবজ্ঞহাটী ফাঁড়ি পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

সারাবাংলা/একে

অবৈধ ইটভাটা মোড়েলগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর