Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগ ক্ষমতায় বলেই দেশে উন্নয়ন হচ্ছে: বস্ত্র ও পাটমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২২ ২০:০০

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই দেশে একের পর এক উন্নয়ন হচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে। যত দিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছেন ততদিন পর্যন্ত দেশে উন্নয়ন হবেই। আজ আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বসভায় উন্নত দেশ হবে।’

রমজান উপল‌ক্ষে শুক্রবার (১৫ এ‌প্রিল) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাখালী এলাকায় কায়েতপাড়া ইউনিয়ন প‌রিষদ কার্যালয় মাঠে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্ত‌ব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, বিএনপি-জামায়াত জোট তখন দেশকে পিছেয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে উল্লেখ ক‌রে বস্ত্র ও পাটমন্ত্রী ব‌লেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশ উন্নয়নের রোল মডেল। দেশের মানুষের আরও উন্নয়ন হোক, বাংলাদেশ সামনের দিকে আরও এগিয়ে যাক, বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে পরিণত হোক- সেটাই বর্তমান সরকা‌রের লক্ষ্য এবং বাংলাদেশের মানুষও আজকে সেই স্বপ্ন দেখছে। দেশ যখন উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে তখন এসব অর্জনকে ম্লান করতে ‌বিএন‌পি-জামায়াত জোট নানা ষড়যন্ত্র করছে। তারা দেশকে পিছিয়ে দিতে চায়।’

মন্ত্রী আরও ব‌লেন, ‘প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সমৃদ্ধশালী দেশ। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। শিক্ষায় উন্নত। বিদ্যুৎ, গ্যাস, পানি, চিকিৎসাসহ নাগরিক সুবিধা বিদ্যমান।’

বিজ্ঞাপন

কায়েতপাড়া ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদ আলীর সভাপ‌তিত্বে সভায় অন্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন- রূপগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কায়েতপাড়া ইউনিয়ন প‌রিষ‌দের প্যা‌নেল চেয়ারম্যান মোহাম্মদ বজলুর রহমান, উপ‌জেলা শ্রমিক লী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক ম‌তিউর রহমান আকন্দ, আওয়ামী লীগ নেতা আনছার আলী, র‌বি রায়সহ অনেকে।

সারাবাংলা/এমও

আওয়ামী লীগ গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর