সুনামগঞ্জে বাস চাপায় নিহত ১
১৫ এপ্রিল ২০২২ ১২:৩১ | আপডেট: ১৫ এপ্রিল ২০২২ ১৩:২৮
সুনামগঞ্জ: জেলা শহরের মল্লিকপুর এলাকার নতুন বাসস্ট্যান্ডে বাস চাপায় একজন ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (১৫ এপ্রিল) সকালে শহরের নতুন বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
নিহত ব্যক্তির নাম ওয়াসিম দাস (৩০)। তিনি জগন্নাথপুর উপজেলা ভবানীপুর গ্রামের সর্বা দাসের ছেলে। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সুনামগঞ্জের নতুন বাসস্ট্যান্ড এলাকায় নীলাদ্রি পরিবহণ নামের একটি বাস সিলেট যাওয়ার জন্য গাড়ি স্টার্ট দিলে সেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা তিনজনকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্বার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বাস চাপায় একজন নিহত হয়েছে। এছাড়াও আহত দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সারাবাংলা/এনএস