জনগণ বিএনপির ফাঁদে আর পা দেবে না: বস্ত্র ও পাটমন্ত্রী
১৪ এপ্রিল ২০২২ ২৩:১০
ঢাকা: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, বিএনপি দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। জনগণ বিএনপির শাসন আমল দেখেছে। তারা উন্নয়ন করেনি। বিএনপি নেতারা উন্নয়নের নামে লুটপাট করেছে। জনগণ বিএনপির ফাঁদে আর পা দেবে না। অতীত কর্মকাণ্ডের কারণে তারা (বিএনপি) জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা উন্নয়নের কথা বলতে পারে না। তারা খালি আন্দোলনের কথা বলে। কিন্তু আন্দোলন করে দাবি আদায় করার সাংগঠনিক শক্তি বিএনপির নেই।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় ভুলতা স্কুল অ্যান্ড কলেজ মাঠে ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, ‘আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। দেশে খাদ্যের অভাব নেই। পদ্মাসেতু, ভুলতা ফ্লাইওভার সহ দেশে অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।’
মন্ত্রী আরও বলেন, ‘কোনো অপশক্তি আওয়ামী লীগ কর্মীদের ঐক্য ভাঙতে পারবে না। জননেত্রী শেখ হাসিনার কর্মীরা সবাই ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আমরা আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করব।’
ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল হক ভূঁইয়া, ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল ভুঁইয়া, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিকদারসহ অনেকে।
সারাবাংলা/একে