নিখোঁজের ৬ মাস পর নদীতে মিলল বৃদ্ধার অর্ধগলিত মরদেহ
১৪ এপ্রিল ২০২২ ১৪:১২ | আপডেট: ১৪ এপ্রিল ২০২২ ১৬:২৭
রাজশাহী: নিখোঁজের ছয় মাস পর মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জেলেরা মাছ ধরতে জাল ফেললে তাতে বৃদ্ধা শেরজানের (৯৩) মরদেহ উঠে আসে। শেরজান বানেশ্বর ইউনিয়নের ভাড়ড়া গ্রামের মৃত নূর আলী মণ্ডলের স্ত্রী ছিলেন।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১০টর দিকে পুঠিয়া উপজেলার ভাড়ড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, বৃহস্পতিবার সকালে ভাড়ড়া গ্রামের একটি নালায় কিছু জেলে মাছ ধরছিলেন। তাদের জালে মরদেহটি উঠে আসে। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃত শেরজানের বড় ছেলে লুৎফর হোসেন বলেন, মাস ছয়েক আগে আমার মা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যায়। সকালে একটি মরদেহ পাওয়ার খবর শুনে সেখানে গিয়ে গলার মালা ও হাতের চুড়ি দেখে মাকে শনাক্ত করি।
ওসি সোহরাওয়ার্দী বলেন, মৃত ওই বৃদ্ধা নিখোঁজ হওয়ার পর থানায় অবগত করেনি তার পরিবারের কোনো সদস্য। তবে এখন কোনো অভিযোগ পেলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।
সারাবাংলা/টিআর