বোয়ালখালীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
১৪ এপ্রিল ২০২২ ১৬:১৯ | আপডেট: ১৪ এপ্রিল ২০২২ ১৬:২১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পৃথক দুই দুর্ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই জন হলো— ১১ বছর বয়সী ধ্রুব দাস ও চার বছর বয়সী স্বাত্তিক চন্দ্র দাশ।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বোয়ালখালী পৌরসভার গোমদণ্ডী এবং আহলা-করলডেঙ্গা ইউনিয়নের পূর্ব ধোরলা গ্রামে এ ঘটনা ঘটেছে।
মৃত ধ্রুব দাস বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৈবর্ত্যপাড়ার গোবিন্দ দাসের ছেলে। সে গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। আর স্বাত্তিক পূর্ব ধোরলা গ্রামের উত্তম চন্দ্র দাশের ছেলে।
ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহের পর স্থানীয় সাংবাদিক পূজন সেন জানান, সকালে বাড়ির অদূরে ছন্দারিয়া খালে গোসল করতে নামে ধ্রুব। একপর্যায়ে ভাটার টানে পানিতে তলিয়ে যায়।
স্থানীয় লোকজন ধ্রুবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, চার বছর বয়সী স্বাত্তিক বাড়ির পাশে পুকুরে নেমে পানিতে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব চৌধুরী জানান, দুপুরে অল্প সময়ের ব্যবধানে ধ্রুব ও স্বাত্তিককে স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। স্বজনরা এসময় জানান, ধ্রুব খালে ও স্বাত্তিক পুকুরের পানিতে তলিয়ে গিয়েছিল।
সারাবাংলা/আরডি/টিআর