ইউক্রেনকে আরও ৮০ কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র
১৪ এপ্রিল ২০২২ ১৩:০৭ | আপডেট: ১৪ এপ্রিল ২০২২ ১৪:৫৫
ইউক্রেনকে আরও ৮০০ মিলিয়ন ডলারের (৮০ কোটি) সামরিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইজেন। রাশিয়ার হামলার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে এই সহায়তা দেওয়া হবে। খবর আলজাজিরা।
এর মধ্যে আর্টিলারি সিস্টেম, আর্টিলারি রাউন্ড, সৈন্য বহনকারী সাঁজোয়া যান এবং হেলিকপ্টার অন্তর্ভুক্ত থাকবে। গতকাল বুধবার (১৩ এপ্রিল) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপের পর দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট এ তথ্য জানিয়েছেন।
জো বাইডেন বলেন, অত্যন্ত কার্যকর উচ্চ প্রযুক্তির অস্ত্রগুলো ইতোমধ্যে ইউক্রেনকে সরবরাহ করা হয়েছে। এতে করে পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর সম্ভব্য হামলা প্রতিরোধে ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর ধারাবাহিকভাবে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা রাশিয়া আক্রমণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ক্ষেত্রে দেশটির জন্য গুরুত্বপূর্ণ।’
সারাবাংলা/এনএস