Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্ষবরণের আয়োজনে কঠোর নিরাপত্তা, তল্লাশি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২২ ১০:৩৬ | আপডেট: ১৪ এপ্রিল ২০২২ ১২:৪৪

ঢাকা: বর্ষবরণ অনুষ্ঠান রমনার বটমূলে প্রবেশ করতে দর্শনার্থীদের কঠোর নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হতে হচ্ছে। পুলিশ জানিয়েছে, ন্যূনতম কোনো নিরাপত্তা ঘাটতি থাকবে না— এমন প্রতিশ্রুতি নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

রমনা পার্কে প্রবেশের পথগুলোতে দেখা যায়, মেটাল ডিটেকটর দিয়ে পুরুষদের শরীর সার্চ করার পর আর্চওয়ের মধ্য দিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। অন্যদিকে নারী পুলিশ সদস্যরা নারীদের ব্যাগ ও শরীর সার্চ করে তারপর আর্চওয়ে গেট দিয়ে প্রবেশের সুযোগ দিচ্ছেন। প্রতিটি গেটের সামনে ও ভেতরে বিপুলসংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে।

বিজ্ঞাপন

বর্ষবরণ অনুষ্ঠানের পুরো এলাকাজুড়ে সাইবার সিকিউরিটি টিম নজরদারি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন কেউ উত্তেজনা ছড়িয়ে কোনো ইস্যু তৈরি করতে না পারে, সেদিকেও কঠোর নজর রাখা হচ্ছে।

এসব নিরাপত্তা ব্যবস্থা দেখে দর্শনার্থীরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন। মুগদা থেকে রমনার বটমূলে বর্ষবরণের অনুষ্ঠান দেখতে এসেছিলেন জিনিয়া সুলতানা। তিনি বলেন, যত বেশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে, অনুষ্ঠান তত ভালো ও স্বাচ্ছন্দ্যময় হবে। দর্শনার্থীরা নিশ্চিন্তে ঘুরতে পারবে। এটাই হওয়া উচিত।

মতিঝিল থেকে আসা লাবিব হাসান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নেওয়া নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তুষ্ট হয়েছি। বৈশ্বিক পরিস্থিতিতে বর্ষবরণ অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করতে এমন নিরাপত্তার প্রয়োজন রয়েছে।

রমনার আশপাশ ঘুরে দেখা যায়, পুলিশ-র‌্যাব ছাড়াও গোয়েন্দা শাখা (ডিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), সোয়াটসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখার বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে গোটা এলাকায়। প্রতিটি মোড়ে মোড়েই সতর্ক ছিলেন তারা।

বিজ্ঞাপন

সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম সুমন বলেন, আজকের দিনটায় সাইবার ওয়ার্ল্ডকে নিরাপদ রাখাটা অত্যন্ত জরুরি। অপরাধীরা ভার্চুয়াল মাধ্যমে অত্যন্ত সক্রিয়। তাই সেখানে প্রতিটি সেকেন্ডে নজর রাখতে হয়।

পহেলা বৈশাখ ঘিরে অনলাইনে অপপ্রচার চালানোর অভিযোগে অবশ্য বুধবারই (১৩ এপ্রিল) এক জনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম টিম। অনলাইনে অপপ্রচার ও ধর্মীয় উগ্রবাদ ছড়িয়ে জিহাদের আহ্বান করছিলেন  রাসেল সরদার নামে ওই ব্যক্তি। এ কারণেই অফলাইনের পাশাপাশি অনলাইন নিরাপত্তাতেও জোর দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

সারাবাংলা/ইউজে/টিআর

কঠোর নিরাপত্তা বঙ্গাব্দ ১৪২৯ বর্ষবরণ রমনার বটমূল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর