মোটরসাইকেলে ছিলেন ৩ জন, কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত সবাই
১৪ এপ্রিল ২০২২ ০৯:৩১ | আপডেট: ১৪ এপ্রিল ২০২২ ১৪:৩৬
ঢাকা: রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেলের চালক এবং দুই আরোহীর সবাই মারা গেছেন। এর মধ্যে দুর্ঘটনাস্থলেই নিহত হয়েছেন দু’জন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও একজনের।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোর ৫টার দিকে আজমপুর রবিন্দ্র সরণির আমির কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হনুফা আক্তার (৪০) ও এনামুল (১৯) দুর্ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় মোটরসাইকেলের আরেক আরোহী অনিককে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৮টার দিকে মারা গেছেন তিনি।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজমপুর বাস স্ট্যান্ডের সামনেই আমির কমপ্লেক্সের সামনে দুর্ঘটনাটি ঘটে। একটি মোটরসাইকেলে তিন জন ছিলেন। কাভার্ড ভ্যান ওই মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিন জনই মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হনুফা আক্তারের মেয়ে সাদিয়া সুলতানা জানান, তাদের বাড়ি বরিশালের গৌরনদী। মোহাম্মদপুর রায়েরবাজার এলাকায় থাকেন তারা। অনিক তার মামাতো ভাই। এনামুল তাদের পূর্বপরিচিত।
সাদিয়া জানান, অনিকের বাবা অর্থাৎ হনুফা আক্তারের ভাই গাজীপুরের বোর্ডবাজার এলাকায় থাকেন। তিনি অসুস্থ জানতে পারলে পূর্বপরিচিত এনামুলের মোটরসাইকেলে করে হনুফা ও অনিক বোর্ডবাজারের দিকে যাচ্ছিলেন। পথে উত্তরায় ঘটেছে এই দুর্ঘটনা।
সাদিয়া আরও জানান, তার মা হনুফা বেগম গৃহপারিচারিকা হিসেবে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতেন। অন্যদিকে রায়েরবাজারে রিকশা মেরামতের গ্যারেজে কাজ করতেন অনিক।
সারাবাংলা/এসএসআর/টিআর
কাভার্ড ভ্যানের ধাক্কা টপ নিউজ মোটরসাইকেল দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা