Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ার যুদ্ধজাহাজে হামলার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল ২০২২ ০৯:৩১ | আপডেট: ১৪ এপ্রিল ২০২২ ১৪:৩৬

ছবি: আলজাজিরা

ইউক্রেনের কৃষ্ণ সাগরে অবস্থারত রাশিয়ার একটি যুদ্ধজাহাজে ক্ষেপনাস্ত্র হামলা ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে জাহাজটি। দুটি নেপচুন অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল দিয়ে এই হামলা চালানো হয়েছে দাবি করেছে ইউক্রেন। তবে আগুন লাগার কারণে জাহাজে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রাশিয়া। খবর আলজাজিরা।

দেশটির বন্দর নগরী ওডেসার আঞ্চলিক প্রশাসনের প্রধান টেলিগ্রাম’কে বলেন, ইউক্রেন কৃষ্ণ সাগরে রাশিয়ার ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ ‘মস্কভা’কে লক্ষ্য করে দুটি নেপচুন অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর ফলে যুদ্ধজাহাজটির মারাত্মক ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে জাহাজটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, আগুন লাগার কারণে গোলাবারুদ বিস্ফোরণের ফলে জাহাজের ক্রুদের সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি আগুন লাগার কারণ খোঁজা হচ্ছে বলে জানিয়েছে রুশ মন্ত্রণালয়।

মস্কভা হলো দ্রুতগামী ফ্ল্যাগশিপ। যা ইউক্রেনে চলমান রুশ হামলার শুরু থেকে নৌ পথে নেতৃত্ব দিয়ে আসছিল।

সারাবাংলা/এনএস

ইউক্রেন টপ নিউজ রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর