Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিল দিলেও পানি নেই পৌরসভার লাইনে, চরম ভোগান্তিতে গ্রাহকরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২২ ০৮:২৩ | আপডেট: ১৪ এপ্রিল ২০২২ ০৯:৫০

টাঙ্গাইল: টাঙ্গাইল পৌরসভার সরবরাহ করা পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এর ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন পৌরসভার ১৮টি ওয়ার্ডের গ্রাহকরা। বিল বকেয়া না থাকলেও সরবরাহের পানি না পাওয়ায় চরম ক্ষোভ জানিয়েছেন তারা। চলমান পরিস্থিতির ফলে এরই মধ্যে দুই হাজার ৬০ জন গ্রাহক পানির সংযোগ কেটে দিয়েছেন।

টাঙ্গাইল পৌরসভার পানি সরবরাহ কেন্দ্রের তথ্যে জানা যায়, এর অধীনে মোট গ্রাহক সংখ্যা ৭ হাজার ৭০৩ জন। প্রতিটি সংযোগের ব্যাস অনুযায়ী বিল রয়েছে। এর মধ্যে হাফ ইঞ্চি ব্যাসের সংযোগ ফি ২৫০ টাকা, পৌনে এক ইঞ্চি ব্যাসের বিল ৬০০ টাকা, আর এক ইঞ্চি ব্যাসের সংযোগ ফি ১ হাজার ৬০০ টাকা। এর মধ্যে বিভিন্ন ব্যাসের সংযোগের মধ্যে কেটে দেওয়া হয়েছে ২ হাজার ৬০টি।

বিজ্ঞাপন

এদিকে, পৌরসভার পানি সরবরাহ কেন্দ্রের শোধনাগার সংখ্যা তিনটি। প্রতিটির ৩০ লাখ লিটার হিসেবে মোট মজুত পানির পরিমাণ ৯০ লাখ লিটার। এর মধ্যে প্রতিদিন পানি সরবরাহ হচ্ছে গড়ে ৮০ লাখ লিটার। অথচ পৌরসভায় প্রতিদিনের পানির চাহিদা ২ কোটি ৫০ লাখ লিটার। সে হিসাবে এই পৌরসভায় প্রতিদিনের পানির ঘাটতি ১ কোটি ৭০ লাখ লিটার।

কেন্দ্রের তথ্যে আরও জানা যায়, হালনাগাদ হিসাবে বেসরকারি পাওনা ১ কোটি ২৭ লাখ ৮৮ হাজার ৭৬০ টাকা। এর চেয়ে সরকারি পাওনা আরও বেশি— ১ কোটি ১৪ লাখ ৯৪ হাজার ৮৪৪ টাকা।

সরেজমিন শহরের দেওলা, কোদালিয়া, কলেজপাড়া, বটতলা, তালতলা, আকুরটাকুর পাড়া, আদালতপাড়া, থানাপাড়া ও বাজিতপুর সাহাপাড়ার বাসিন্দাদের বক্তব্যে পানি সংকটের তথ্য পাওয়া গেছে। তাদের অভিযোগ, ওই এলাকার গ্রাহকরা সপ্তাহখানে ধরে চরম পানি সংকটে রয়েছেন। কিছু বাড়ি পানি পেলেও সারাদিনে ভর্তি হচ্ছে না এক বালতি পানি। স্থানীয় কাউন্সিলরদের অভিযোগ করেও কোনো সুরাহা পাচ্ছেন না বলে জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা।

বিজ্ঞাপন

বাজিতপুর সাহাপাড়ার বাসিন্দা গৌতম সাহা জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত তিন মাসের বিল ১ হাজার ৮০০ টাকা পরিশোধ করেছেন তিনি। তবে এর বিপরীতে সরবরাহের পানি থেকে বঞ্চিত হচ্ছেন।

বাজিতপুর সাহাপাড়ার গৃহপরিচারিকা মায়া সাহার অভিযোগ, গত চার-পাঁচ দিন ধরে একবারের জন্যও পানি পাচ্ছেন না। ফলে হাউজে এক ফোঁটাও পানিও নেই। প্রতিবেশীদের বাসা-বাড়ির টিউবওয়েল থেকে পানি এনে কাজ করতে হচ্ছে।

জয়া সাহা নামে আরেক বাসিন্দা বলেন, পৌরসভার সরবরাহের পানি বাবদ প্রতি মাসে ২৫০ টাকা বিল দিচ্ছি। নিয়মিত বিল নিলেও অনেকদিন ধরেই পৌরসভা থেকে পানির স্বাভাবিক সরবরাহ পাচ্ছি না। মাঝে মধ্যে কিছু পানি পাওয়া গেলেও সপ্তাহখানে ধরে পানি পাচ্ছি না একেবারেই। এ কারণে কষ্ট হলেও অন্যের বাড়ি থেকে পানি এনে ঘরের কাজ করতে হচ্ছে।

সাহাপাড়ার বাসিন্দা গৌতম সাহার ছেলে দেবাশীষ সাহা অপু জানান, আমাদের এলাকায় পৌরসভার পানির জন্য সংযোগ রয়েছে শতাধিক। কিন্তু গত পাঁচ-ছয় দিন ধরে সরবরাহের পানি একটুও পাচ্ছি না আমরা। সরবরাহের পানি বাবদ প্রতিমাসে ৬০০ টাকা বিল দিচ্ছি। কিন্তু কাজ চালাতে হচ্ছে আশপাশের টিউবওয়েলের পানি দিয়ে। আমরা লিখিতভাবে কাউকে কোনো অভিযোগ না করলেও ভীষণ সমস্যা ভোগ করছি।

এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ্ আল মামুন বাদশা বলেন, আমি ভীষণ অসুস্থ। ঢাকায় চিকিৎসাধীন আছি। ফলে বিষয়টি নিয়ে কিছু বলতে পারছি না।

তবে গ্রাহকদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন পানি সরবরাহ কেন্দ্রের সহকারী প্রকৌশলী এ এইচ এম জাহাঙ্গীর আলম খান। তিনি বলেন, গ্রাহক চাহিদার তুলনায় আমাদের ঘাটতি পানির পরিমাণ ১ কোটি ৭০ লাখ লিটার। এরই মধ্যে শুষ্ক মৌসুমে পানির স্তর আরও নিচে নেমে যাওয়ায় পানি সংকট তীব্র আকার ধারণ করেছে।

জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী মো. ইবনে মায়াজ প্রামাণিক অবশ্য পানি সরবরাহ পরিস্থিতি উন্নয়নে কাজ চলছে বলে জানালেন। তিনি বলেন, টাঙ্গাইল পৌরসভার পানি সরবরাহের জন্য দু’টি ট্রিটমেন্ট প্ল্যান্ট (শোধনাগার) তৈরি করা হবে। এগুলো নির্মাণের টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। প্ল্যান্ট দুইটি চালু হয়ে গেলে তখন আর পানির সমস্যা থাকবে না।

এ প্রসঙ্গে টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর বলেন, পানি সরবরাহের পাম্প মেশিনের চার ইউনিটে ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছে। এরই মধ্যে ইঞ্জিনগুলো সার্ভিসিংয়ের জন্য পাঠানো হয়েছে। ইঞ্জিনগুলোর সার্ভিসিং শেষে স্থাপন করা হলে পানি সরবরাহ অনেকটাই স্বাভাবিক হবে। এছাড়াও ঘাটতি পানির সমস্যা নিরসনে দু’টি ট্রিটমেন্ট প্ল্যান্ট (শোধনাগার) নির্মাণের টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। সেগুলো যুক্ত হলে পরিস্থিতি বদলে যাবে।

সারাবাংলা/টিআর

টপ নিউজ টাঙ্গাইল পৌরসভা পানি সরবরাহ পানি সরবরাহ কেন্দ্র পানির ঘাটতি পানির সংকট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর