Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেকৃবি’র ৬০ শিক্ষার্থী পেলেন সার্জিক্যাল কিটবক্স

শেকৃবি করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২২ ২২:৫১

নিজেদের দক্ষ ভেটেরিনারিয়ান হিসেবে গড়ে তুলতে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম)  অনুষদের লেভেল-৫, সেমিস্টার-১-এর শিক্ষার্থীদের সার্জিক্যাল কিটবক্স দেওয়া হয়েছে। এই কিটবক্সে রয়েছে চিকিৎসা কার্যক্রম ও অস্ত্রোপচার করার সহায়ক বিভিন্ন যন্ত্রপাতি। মোট ৬০ জন শিক্ষার্থী এ বক্স পেয়েছেন।

বুধবার (১৩ এপ্রিল) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল ভবনের এএসভিএম অনুষদের সেমিনার রুমে সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজি বিভাগের মাধ্যমে এই কিটবক্স দেওয়া হয়।

বিজ্ঞাপন

সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজি বিভাগের বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. লামইয়া আসাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নুসরাত জাহান।

প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, অবুঝ প্রাণীদের চিকিৎসা করা সহজ কোনো বিষয় নয়। একজন ভেটেরিনারিয়ানকে প্রাণীর অনুভূতি বুঝতে হয়। সেভাবে চিকিৎসা দিতে হয়। অনেক বেশি জ্ঞান রাখতে হয়। একেক সময় একেক প্রাণীর চিকিৎসা দিতে হয়। সঠিক চিকিৎসা দিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ভেটেরিনারি চিকিৎসকদের দেশ-বিদেশে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে। তাহলেই আমরা সার্থক হব, গর্ববোধ করব।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র মার্কেটিং ম্যানেজার বিপ্লব কুমার সেন। ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস, ফিসারিজ, অ্যাকোয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ এম সাহাবুদ্দিনসহ এএসভিএম অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরাও এসময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

কিটবক্স প্রদান ভেটেরিনারি অনুষদ ভেটেরিনারি চিকিৎসক শেকৃবি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর