যাত্রাবাড়ীতে গৃহবধূর আত্মহত্যা
১৩ এপ্রিল ২০২২ ২০:৫৩ | আপডেট: ১৩ এপ্রিল ২০২২ ২০:৫৪
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী কাজলারপাড় এলাকায় গলায় ফাঁস দিয়ে রুমি আক্তার (২০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে।
বুধবার (১৩এপ্রিল) বেলা ৩টার দিকে ঘটনাটি ঘটে। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকাল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত রুমির স্বামী রাজু হোসেন জানায়, তারা কাজলারপাড় স্কুল গলির একটি বাসার নিচতলায় ভাড়া থাকে। তাদের ঘরে আড়াই বছরের এক মেয়ে আছে। সে নিজে অটো রিকশা চালায়। তার স্ত্রী রুমি বাসাতেই থাকতো। দুজনের বাড়িই নোয়াখালী জেলায়।
রাজু আরো জানায়, বেশ কিছুদিন যাবৎ তার স্ত্রী রুমি অসুস্থ। কয়েকবার ডাক্তার দেখানো হয়েছে। আবারো ডাক্তার দেখাবে বলে আমার কাছে ১ হাজার টাকা চায়। এ বিষয় নিয়ে আজ দুপড়ে কথা কাটাকাটি হয়। ঝগড়ার এক পর্যায়ে ঘর থেকে বের হলে তার স্ত্রী ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকি করে কোন সাড়াশব্দ পাওয়া যায় না।
পরে বাড়িওয়ালার সহায়তায় দরজা ভেঙে দেখা যায় রুমি বাথরুমে কাপড় রাখার হ্যাঙ্গারের সঙ্গে উড়না দিয়ে ঝুলে আছে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/একে