Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রোজাও রাখব, পহেলা বৈশাখও উদযাপন করব’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২২ ২০:২৯

চট্টগ্রাম ব্যুরো: জনসাধারণকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘আমরা রোজাও রাখব, পহেলা বৈশাখও উদযাপন করব। এই বাংলাদেশ বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ। এই দেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই।’

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের অন্তর্গত নগরীর আন্দরকিল্লা ওয়ার্ডের জনসাধারণের মাধে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আর বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন আমরা দেখতে পেয়েছি তারা গরীবের টাকা, এতিমের টাকা, সরকারের উন্নয়ন টাকা মেরে কিভাবে নিজের ভাগ্যের উন্নয়ন করবে সেই চেষ্টায় ছিল। বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য এখানেই। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী।’

আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর নগর আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক জহরলাল হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম, সহ-সভাপতি মঞ্জুর আলম, চসিকের কাউন্সিলর রুমকি সেনগুপ্ত।

এছাড়া একই সংসদীয় আসনের ফিরিঙ্গিবাজার ও পাথরঘাটা ওয়ার্ডেও ইফতার-সেহেরি সামগ্রী বিতরণ করা হয়েছে। সাংসদ নওফেল ব্যক্তিগত অনুদান থেকে তিন ওয়ার্ডে ১৫ হাজার পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন।

ফিরিঙ্গিবাজারের অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাই, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন।

বিজ্ঞাপন

পাথরঘাটায় স্থানীয় কাউন্সিলর পুলক খাস্তগীরের সভাপতিত্বে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য প্রবাল চৌধুরী মানুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর, ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আফছার উদ্দিন, যুগ্ম আহবায়ক ফজল আজিজ বাবুল, আসফাক আহমেদ, বকশিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম।

এদিকে চট্টগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগ উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষ থেকে কলেজের কর্মচারিসহ তিন শতাধিক সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে। কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের ব্যবস্থাপনায় ক্যাম্পাসের লিচুতলায় আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোজাহেদুল ইসলাম চৌধুরী, পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক সুব্রত বিকাশ বড়ুয়া, ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক আবু তাহের ভুঁইয়া, দর্শন বিভাগের প্রধান অধ্যাপক বিপ্লব কুমার দত্ত, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ইমাম সাদেক, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম।

সারাবাংলা/আরডি/এসএসএ

মহিবুল হাসান চৌধুরী নওফেল

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর