Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গণতন্ত্রহীন পরিবেশে পালন করতে হচ্ছে পয়লা বৈশাখ’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২২ ১৭:৫০ | আপডেট: ১৩ এপ্রিল ২০২২ ১৯:৫৭

ঢাকা: গণতন্ত্র ও অধিকারহীন পরিবেশের মধ্যে জাতিকে পয়লা বৈশাখ পালন করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলা নববর্ষ উপলক্ষে বুধবার (১৩ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান দুঃসময় ও নৈরাজ্যের অভিঘাত সত্ত্বেও শান্তি, স্বস্তি, সুস্থতা ও সহাবস্থান ফিরিয়ে আনতে হবে। বিচ্ছেদ ও বিভাজন দূর করে পয়লা বৈশাখকে পারস্পরিক শুভেচ্ছায় বরণ করে নিতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক উজ্জ্বল আনন্দময় উৎসব। এই উৎসব সুপ্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতা। পয়লা বৈশাখ থেকেই শুরু হয় নতুন বছরকে বরণ করে নেওয়ার আকুলতা। নতুন বছর মানেই অতীতের সকল ব্যর্থতা, জ্বরাজীর্ণতা পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও উৎসাহে সুন্দর সমৃদ্ধ আগামী বিনির্মাণে এগিয়ে যাওয়া।’

মির্জা ফখরুল বলেন, ‘প্রতিটি উৎসবের অন্তঃস্থলে থাকে কোমলতা, শ্রদ্ধা, সংকীর্ণহীনতা এবং হীনমন্যতা থেকে মুক্তির মন্ত্র। ১৪২৯ বাংলা সনের প্রথম দিনের নতুন আলোতে দেশের সকল মানুষের সুখ ও শান্তির জন্য প্রার্থনা করছি। বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যুবরণ করা প্রত্যেকের আত্মার মাগফিরাত, শান্তি ও আক্রান্তদের সুস্থতা কামনা করছি।’

সারাবাংলা/এজেড/এসএসএ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

কুয়েটে ভর্তি পরীক্ষা আজ
১১ জানুয়ারি ২০২৫ ১০:১০

আরো

সম্পর্কিত খবর