Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদাবাজির দ্বন্দ্বের জেরে কলেজছাত্রকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২২ ১৭:০৭

মুন্সীগঞ্জ: ঘাট ইজারা ও চাঁদাবাজির দ্বন্দ্বের জেরে সম্রাট ঝলক (২২) নামে এক কলেজছাত্রকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার মিরকাদিমের লঞ্চ ঘাট এলাকায় এই হত্যাকণ্ডের ঘটনা ঘটে।

নিহত ঝলক মিরকাদিম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. লিটন মিয়ার ছেলে। সে হরগঙ্গা কলেজের বিএর দ্বিতীয় বর্ষের ছাত্র।

জানা গেছে, মিরকাদিম লঞ্চ ঘাট থেকে অবৈধভাবে ব্যবসায়ীদের থেকে চাঁদা তুলছিল মিরকাদিম পৌরসভার নৈদিঘির পাথ এলাকার শরিয়তউল্লাহ মুন্সীর ছেলে ও চিহ্নিত সন্ত্রাসী জিল্লুর ছোট ভাই মাসুদ ও ভাতিজা মমিন। সেই চাঁদাবাজির প্রতিবাদ করে চাঁদা তুলতে বাঁধা দেয় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. লিটন। সেই শত্রুতার জের ধরে তার ছেলে কলেজছাত্র ঝলককে বাড়ি থেকে ডেকে নিয়ে লঞ্চ ঘাট এলাকায় এলোপাথারিভাবে ছুড়িকাঘাত করে ফেলে পালিয়ে যায় সন্ত্রাসী মাসুদ ও মমিন। পরে স্থানীয়রা ঝলককে গুরুতর অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব জানান, ঘাটের ইজারাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। অতি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।

সারাবাংলা/এসএসএ

কলেজছাত্রকে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর