মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে পাহাড়ে শুরু হলো সাংগ্রাই
১৩ এপ্রিল ২০২২ ১৪:২৮ | আপডেট: ১৩ এপ্রিল ২০২২ ১৭:০০
বান্দরবান: বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে পাহাড়ে শুরু হয়েছে তিন দিনের উৎসব সাংগ্রাই। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার এই উৎসবই মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব। এবারে এই উৎসবের স্লোগান— ‘হিংসা-বিদ্বেষ দূরে থাক শান্ত সবুজ গিরি ছায়ায়, সকল কালিমা মুছে যাক মৈত্রীময় জলধারায়’।
বুধবার (১৩ এপ্রিল) সকালে বান্দরবান রাজার মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের রাজার মাঠে শেষ হয় শোভাযাত্রাটি। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে এ শোভাযাত্রায় বিভিন্ন ব্যানারে পার্বত্য জেলা পরিষদ ও উৎসব উদযাপন পরিষদ, ম্রো নৃগোষ্ঠী, খুমি নৃগোষ্ঠী, ত্রিপুরা নৃগোষ্ঠী, মারমা নৃগোষ্ঠী, তঞ্চঙ্গ্যা নৃগোষ্ঠী, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল, কাইন্তা লাপাই যুব কল্যাণ সমিতিসহ বিভিন্ন সম্প্রদায়ের নৃগোষ্ঠীরা অংশ নেয়।
মারমা তরুণ-তরুণীরা জানান, এ দিনে মূলত পুরাতন বছরকে পেছনে ফেলে নতুন বছরকে আমরা বরণ করি। আগামী বছরের চিন্তাধারায় এ সাংগ্রাই পালন করে থাকি। এদিন আমরা খুব আনন্দ উপভোগ করে থাকি। ছেলে-মেয়ে সবাই পাড়া মহল্লায় নাচে-গানে, আনন্দ-উল্লাসে মেতে উঠি। এ সাংগ্রাইয়ের উৎসবের জন্য আমরা সারাবছর অপেক্ষা করে থাকি, যেটি পাহাড়ি-বাঙালি সবাই মিলে একসঙ্গে উপভোগ করে থাকি।
এ বছর আজ বুধবার (১৩ এপ্রিল) থেকে শুক্রবার (১৫ এপ্রিল) পর্যন্ত সাংগ্রাই উৎসব পালন করা হবে। আজ বুধবার সকালে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে এই উৎসবের সূচনা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বুদ্ধ মূর্তি স্নানের মাধ্যমে শেষ হবে ধর্মীয় আনুষ্ঠানিকতা। শুক্রবা (১৫ এপ্রিল) মৈত্রী পানি বর্ষণ এবং নানা খেলাধুলার মাধ্যমে এ উৎসব শেষ হবে।
সারাবাংলা/টিআর