Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রগতির ধারায় পথচলার প্রত্যাশা মাহতাব-নাছিরের

সারাবাংলা ডেস্ক
১৩ এপ্রিল ২০২২ ১৬:৩১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রগতির ধারায় পথচলা চলমান রাখার প্রত্যাশার কথা জানিয়েছেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

বুধবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় দুই নেতা বলেছেন, ‘শুচিতা ও শুদ্ধতায় ভরা জ্যোৎস্না স্নাত হয়ে আনন্দময় হয়ে উঠুক বাঙালির প্রতিদিনের জীবনধারা। করোনাকালের দুর্বিপাক এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দাভাব কাটিয়ে আমরা যেন ঘুরে দাঁড়িয়ে সুন্দর আগামী রচনা করতে পারি এই প্রত্যাশায় দীপ্ত হোক আমাদের প্রত্যয়।’

বিজ্ঞাপন

‘সকল মলিনতা ও জীর্ণতা মুছে গিয়ে সমৃদ্ধি অর্জন এবং প্রগতির ধারায় আমাদের পথ চলা চলমান থাকুক। ভ্রাতৃত্ব, সম্প্রীতি, সাম্য ও সার্বিক মুক্তির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরাধ্য সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রযাত্রায় বীর বাঙালির সম্মিলিত সহযোগে বাংলাদেশ এগিয়ে যাক।’

সারাবাংলা/আরডি/এসএসএ

মাহতাব-নাছির

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর