দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ১৫ থেকে ২১ জুন
১৩ এপ্রিল ২০২২ ১৬:০২
ঢাকা: প্রথমবারের মতো ডিজিটাল জনশুমারির করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। ফলে স্বল্প সময়ে সঠিক তথ্য উঠে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আগামী ১৫ থেকে ২১ জুন দেশব্যাপী জনগণনা করা হবে। এজন্য চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত জনশুমারি ও গৃহগণনা-২০২২ বিষয়ে গণমাধ্যমকর্মীদের অবহিতকরণ কর্মশালায় এসব তথ্য জানানো হয়। রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম। বক্তব্য দেন বিবিএস’র মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম। বিস্তারিত তুলে ধরেন প্রকল্প পরিচালক দিলদার হোসেন। কর্মশালায় সঞ্চালকের দায়িত্বপালন করেন বিবিএস’র পরিচালক দীপঙ্কর রায়।
মূল প্রবন্ধে দিলদার হোসেন জানান, ১৫-২১ জুনকে বলা হয় শুমারি সপ্তাহ। ১৪ জুন রাত ১২টাকে শুমারি রেফারেন্স পয়েন্ট বা সময় হিসেবে বিবেচনা করা হবে। আগামী ১৪ জুন জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘সময় ও যুগের চাহিদা বিবেচনা করে সময়োপযোগী এবং নির্ভুল তথ্য সংগ্রহের জন্য এবারই প্রথম ডিজিটাল শুমারি পরিচালনা করা হবে। এই শুমারিতে জিআইএস (জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম) বেইজ ডিজিটাল ম্যাপ ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে সিএপিআই (কম্পিউটার অ্যাসিসটেড পার্সোনাল ইন্টারভিউয়িং) পদ্ধতিতে ডিজিটাল ডিভাইস ‘ট্যাবলেট’ এর মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে।’
এম এ মান্নান বলেন, ‘কোভিড-১৯ এবং যন্ত্রপাতি ক্রয় সংক্রান্ত কারণে ইতোমধ্যেই দেড় বছর পিছিয়েছে এই শুমারির কাজ। আমরা সর্বোচ্চ স্বচ্ছতা অবলম্বন করে প্রকল্পের কেনাকাটা করেছি। আশা করছি, আগামীতে ধ্রুপদী মাথা গুনতির মতো কাজ আর করতে হবে না। এখনকার মতো জনশুমারির অপারেশনাল কার্যক্রমও থাকবে না। কেননা তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে ফ্রেস তথ্য সরবরাহ করা হবে। এই শুমারির প্রতিবেদন যাতে দ্রুত প্রকাশ করা হয় সেজন্য আমি আপনাদের হয়ে ওকালতি করব। কঠোর মনিটরিং করা হবে। আমাদের দেশের অবস্থা জানা জরুরি। কোথায় সাহারা মরুভূমিতে নদী শুকিয়ে গেছে সেটি জানা ভালো, কিন্তু জরুরি নয়।’
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম বলেন, ‘এটি প্রথম ডিজিটাল শুমারি। ভবিষ্যতে জনসংখ্যা রেজিস্টার করা হবে। যাতে ১০ বছর নয়, প্রতি পাঁচ বছর অন্তর এই রেজিস্টার ব্যবহার করে তথ্য হালনাগাদ করা যায়।’
ড.শাহনাজ আরেফিন বলেন, ‘সবাই মিলে সাফল্যের সঙ্গে কাজটি শেষ করতে চাই। এর মাধ্যমে দেশে কী পরিমাণ বিদেশি মানুষ কাজ করে সেই তথ্য উঠে আসবে। জিআইএস ম্যাপ ব্যবহার করে নির্ভুল শুমারি করতে চাই।’
তাজুল ইসলাম বলেন, ‘উন্নয়ন পরিকল্পনা তৈরিতে সঠিক তথ্যের বিকল্প নেই। তাই সুষ্ঠু ও সুন্দরভাবে জনশুমারিটি করতে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।’
কর্মশালায় জানানো হয়, জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর মাধ্যমে বাংলাদেশের ভৌগোলিক সীমানাবেষ্টিত অঞ্চলের সব গৃহ, সাধারণ, প্রাতিষ্ঠানিক ও বস্তি খানা (পরিবার), ভাসমান জনগোষ্ঠী, খানায় বসবাসরত সকল সদস্যের জনমিতিক ও আর্থ-সামাজিক তথ্য তুলে আনা হবে। যেমন গৃহের সংখ্যা ও ধরন, বাসস্থানের মালিকানা, খাবার পানির প্রধান উৎস, টয়লেটের সুবিধা, বিদ্যুৎ সুবিধা, রান্নার জ্বালানির প্রধান উৎস, অর্থনৈতিক কর্মকাণ্ড, বৈদেশিক রেমিট্যান্স, খানা সদস্যের বয়স, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, ধর্ম, প্রতিবন্ধিতা, শিক্ষা, কর্ম, প্রশিক্ষণ, মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার, ব্যাংক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, ক্ষুদ্র নৃগোষ্ঠী, জাতীয়তা, নিজ জেলা ইত্যাদি বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে। ডিজিটাল ডিভাইস ট্যাবলেটের মাধ্যমে একযোগে দেশের সকল খানা, গৃহ ও ব্যক্তির তথ্য সংগ্রহ করা হবে। মাঠপর্যায়ে মূল শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ১৫ থেকে ২১ জুন পরিচালিত হবে। এই সময়ে সাময়িকভাবে নিযুক্ত তথ্যসংগ্রহকারী (প্রায় ৩ লাখ ৭০ হাজার) যারা স্থানীয় শিক্ষিত যুবক, যুব মহিলা, তারা নির্ধারিত গণনা এলাকার তথ্য ট্যাবলেটের মাধ্যমে সংগ্রহ করবে। ডিজিটাল এ শুমারি বাস্তবায়ন সারাদেশে একযোগে তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হবে ৩ লাখ ৯৫ হাজার ট্যাবলেট।
শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রমের অগ্রগতি মনিটর করার জন্য শুমারি পর্যবেক্ষণ অ্যাপ তৈরি করা হয়েছে বলে কর্মশালায় জানানো হয়। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের ফলে তথ্য প্রক্রিয়াকরণ সহজ হবে এবং স্বল্পতম সময়ে শুমারির রিপোর্ট প্রকাশ সম্ভব হবে।
সারাবাংলা/জেজে/পিটিএম