Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেকৃবিতে এমএস পর্যায়ে আউটকাম-বেজড কারিকুলামের মোড়ক উন্মোচন

শেকৃবি করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২২ ২২:২১ | আপডেট: ১২ এপ্রিল ২০২২ ২৩:২১

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে কৃষি অনুষদের স্নাতকোত্তর পর্যায়ে আউটকাম-বেজড কারিকুলামের মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে কারিকুলামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. অলোক কুমার পাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মীর্জা হাছানুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান খাঁন বলেন, শিক্ষার গুণগতমান বাড়াতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ১২টি এবং ইনস্টিটিউট অব সিড টেকনোলজিসহ মোট ১৩টি ডিসিপ্লিনের জন্য এই আউটকাম-বেজড কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গাইডলাইন অনুযায়ী কৃষি অনুষদের এই এমএস কারিকুলাম প্রণয়ন করা হয়েছে।

প্রধান অতিথি অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের এমএস কারিকুলাম প্রণয়নে যুক্ত সবাইকে ধন্যবাদ দিয়ে বলেন, এ কারিকুলামের ফলে কৃষিতে উচ্চ শিক্ষার গুণগত মান বাড়বে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, কৃষিতে আমাদের ব্যাপক সাফল্য রয়েছে। কৃষকের হাতে বিজ্ঞান ও প্রযুক্তি পৌঁছানোর পরই কৃষির আজকের এই সাফল্য। আমাদের কৃষির যে পরিবর্তন এসেছে, তা আমাদের কৃষি গ্র্যাজুয়েটদের হাত ধরেই এসেছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কৃষিতে এই প্রতিষ্ঠানের অবদানের ঐতিহ্য ধরে রাখতে হলে আমাদের গুণগত মানসম্পন্ন কারিকুলাম অবশ্যই প্রয়োজন। আজকের এই কারিকুলাম তেমনই একটি মানসম্পন্ন কারিকুলাম। তিনি শিক্ষকদের শিক্ষার মান উন্নয়ন ও গবেষণায় আরও বেশি মনোনিবেশের তাগিদ দেন এবং নতুন এ কারিকুলাম বাস্তবায়নে নিজেদের প্রস্তুত করে নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস, এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. লাম-ইয়া আসাদ, অ্যাগ্রিবিজনেজ ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মো. আব্দুল লতিফ, ফিশারিজ অ্যাকোয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এম. সাহাবউদ্দিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, আইসিসির পরিচালক অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসাইন, প্রক্টর ড. মো. হারুন-উর-রশিদ, রেজিস্ট্রার শেখ রেজাউল করিমসহ বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট ও কৃষি অনুষদের শিক্ষকরা।

সারাবাংলা/টিআর

আউটকাম-বেজড কারিকুলাম শেকৃবি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর