Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২২ ২৩:০২

চারশিশু ডুবে যাওয়ার ঘটনায় টাঙ্গন নদীতে জনগণের ভিড়, ছবি: সারাবাংলা

ঠাকুরগাঁও: জেলা সদরে টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যুর হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশুকে জীবত অবস্থায় উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে পাঁচ বন্ধু মিলে টাঙ্গন নদীতে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত শিশুরা হলো- কহড়পাড়া কেরানি মার্কেট এলাকার মো. মনসুর আলীর ছেলে সিয়াম (১৪), ইউসুফ আলীর ছেলে সিয়াম (৯)। আর জীবিত উদ্ধারকৃতরা হলো- ওই এলাকার আনছার আলীর ছেলে শাউন (১৩) ও হুনু মোহাম্মদের ছেলে মাহাবুব (১২)। তারা সবাই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এলাকার ৫ বন্ধু মিলে টাঙ্গন নদীতে গোসল করতে যায়। এর মধ্যে চারজন নদীতে গোসল করতে নামে, আর একজন দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকা শিশুটি তার সহপাঠিদের দেখতে না পাওয়ায় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। এমন সময় নদীতে মাছ ধরতে আসা জেলেরা চিৎকার শুনে ওই দুইজনকে মৃত অবস্থায় এবং অপর দুইজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, দুই জনকে মৃত অবস্থায় এবং দুই জন জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজের বিষয়টি নিশ্চিত নয়।

সারাবাংলা/এনএস

টাঙ্গন নদী ঠাকুরগাঁও দুই শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর