সরকারের দুঃশাসনে মানুষ বাকরুদ্ধ: মির্জা ফখরুল
১২ এপ্রিল ২০২২ ২২:৫৮
ঢাকা: সরকারের ভয়াবহ দুঃশাসনে দেশের মানুষ আজ বাকরুদ্ধ— এমনটিই অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
কুমিল্লা দক্ষিণ জেলাধীন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, ভিপি জসিম, কাউন্সিলর সাখাওয়াতুল্লাহ শিপন, সাবেক কাউন্সিলর বিল্লাল, মহানগর যুবদলের সভাপতি উদবাতুল বারী আবু, সহ-সভাপতি তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সালুর রহমান পাভেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক টিটু নাহা, জেলা যুবদলের সহ-কোষাধ্যক্ষ জুয়েল রানা আশরাফী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জুম্মন হোসেন সুমন, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত হীরা এবং যুবদল নেতা বসিরের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় এ বিবৃতি দেন মির্জা ফখরুল।
বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ‘বর্তমান অবৈধ সরকারের ভয়াবহ দুঃশাসনে দেশের মানুষ আজ বাকরুদ্ধ। আওয়ামী লীগ বুঝতে পেরেছে যে, তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায়। আর এ কারণেই নিজেদের অস্তিত্ত্ব টিকিয়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধীদলগুলোর নেতাকর্মী এবং সাধারণ মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘বাধভাঙা জনস্রোতের ভয়ে বিএনপিকে সভা-সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। বাংলাদেশ এখন পুরোপুরি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে দেশের মানুষ যখন ঐক্যবদ্ধ এবং প্রতিবাদী হয়ে উঠেছে ঠিক তখন ক্ষমতালোভী বর্তমান শাসকগোষ্ঠী গণবিস্ফোরণের আশঙ্কায় মানুষকে ভয় পাইয়ে দিতে জুলুমের শাসন শুরু করেছে।’
‘এরই অংশ হিসেবে সরকার সারাদেশে গুম, খুন, অপহরণসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার এবং আদালতকে দিয়ে সাজা প্রদানে উন্মাদ হয়ে উঠেছে। কুমিল্লা জেলা বিএনপির এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনা বর্তমান সরকারের চলমান অপশাসনেরই ধারাবাহিকতা’— বলেন মির্জা ফখরুল।
সারাবাংলা/এজেড/পিটিএম