Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় বালুভর্তি ট্রাকের ধাক্কায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২২ ২১:৩০

প্রতীকী ছবি

নেত্রকোনা: জেলার দুর্গাপুর উপজেলায় বালুভর্তি ট্রাকের ধাক্কায় সাত বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুটির নাম সোহাগ মিয়া।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে জেলার বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের কৃষ্ণেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর এলাকার মো. হেলু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের কৃষ্ণেরচর বাজার সংলগ্ন এলাকায় রাস্তা পার হচ্ছিল সোহাগ। এ সময় শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরের দিকে আসা একটি দ্রুতগামী বালুভর্তি ট্রাক সোহাগকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়রা ওই ট্রাকটি ভাঙচুরসহ সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে জানা গেছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মীর মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনএস

ট্রাকের ধাক্কায় শিশু নিহত নেত্রকোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর