হল থেকে বের করে দিলেন ছাত্রলীগ নেতা, জায়গা দিলেন প্রাধ্যক্ষ
১২ এপ্রিল ২০২২ ১৯:৪২ | আপডেট: ১২ এপ্রিল ২০২২ ১৯:৪৪
রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেরে-ই-বাংলা হলের এক আবাসিক শিক্ষার্থীকে বরাদ্দকৃত রুম থেকে বের করে দিলেন ওই হলের ছাত্রলীগ নেতা রাতুল। এদিকে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীর কাছ থেকে বিস্তারিত সবশুনে হলের পরিত্যক্ত একটি রুমে ওই শিক্ষার্থীকে তুলে দিয়েছেন হল প্রাধ্যক্ষ মো.হবিবুর রহমান।
মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ওই শিক্ষার্থীর সঙ্গে দেখা করে রুমে তুলে দেন হলের প্রাধ্যক্ষ। এর আগে গতকাল সোমবার (১১ এপ্রিল) রাতে আবাসিক শিক্ষার্থীকে সিট ছেড়ে দেওয়ার সময় বেধে দিয়ে আসেন ওই ছাত্রলীগ নেতা। ওই শিক্ষার্থী সিট না ছাড়ায় আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে হল থেকে ওই ছাত্রের জিনিসপত্র বের করে বারান্দায় ফেলে রাখেন। এদিকে তৃতীয় বর্ষের কমর কুমার পাল নামের অনাবাসিক এক শিক্ষার্থীকে ওই সিটে তুলা দেন ওই ছাত্রলীগ নেতা।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম আকিব জাভেদ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী। তিনি শেরে–ই–বাংলা হলের ১২৯ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে আকিব তার বাবা নেই। চার ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়।
হল সূত্রে জানা যায়, গত জানুয়ারির প্রথম দিকে আবাসিকতার জন্য আবেদন নেয় হল প্রশাসন। তারপর মৌখিক পরীক্ষা হয় ফেব্রুয়ারিতে। মার্চের প্রথমে হল প্রাধ্যক্ষের অনুমতি নিয়ে ১২৯ নম্বর কক্ষে ওঠেন আকিব। ওই বেডে ২০১৫-১৬ সেশনের এক শিক্ষার্থী আরও এক মাস ছিলেন। পরে তিনি ৮ এপ্রিল চলে যান। পরে এই বেডে ওঠেন আকিব।
জানতে চাইলে অভিযুক্ত ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান রাতুল বলেন, আমি কাউকে হল থেকে বের করে দেয়নি। আকিব নামের ছেলেটি অন্য এক রুমে বেড শেয়ার করে থাকতেন। ১২৯ নম্বর রুমে আশিক নামের এক ছেলে থাকতেন সে চলে যাওয়ার পর হঠাৎ আকিব এই রুমে চলে আসেন। এদিকে রুমে থাকা আশিক যাওয়ার পর সিনিয়রের ভিত্তিতে ওই সিটে কমল থাকবেন বলে নিশ্চিত করা হয়।
তার বেড পত্র বের করে দেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আকিব যে হলে অবস্থান করছেন সেটা হল প্রাধ্যক্ষও জানেন না। আমি তার জিনিসপত্র বের করে দেয়নি হয়তো যে তার সিটে উঠেছে (কমল) সে তার জিনিসপত্র বারান্দায় রাখতে পারে।
পরিত্যক্ত রুমে সিট পাওয়া নিয়ে আকিব আবিদ বলেন, অবৈধভাবে ছাত্রলীগ আমাকে হল থেকে বের করে দিয়ে অনাবাসিক এক শিক্ষার্থীকে সিটে তুলে দিয়েছেন। আমি প্রাধ্যক্ষ স্যারকে জানালে তিনি হলে এসে আমার সঙ্গে দেখা করেন ও আমার জন্যে একটি অপরিত্যাক্ত কক্ষে থাকার ব্যবস্থা করেন। আমি আমার বরাদ্দকৃত রুমে থাকতে চাই।
এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ মো. হবিবুর রহমান বলেন, আজ সকালে ছাত্রলীগের মাধ্যমে এক আবাসিক শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। সব শুনে আপতত তাকে অন্য একটি রুমে থাকার ব্যবস্থা করেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে, খুব দ্রুতই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও জানান, গতকাল এমন ঘটনা ঘটেছে, কিন্তু ভুক্তভোগী শিক্ষার্থী হল প্রশাসনকে কিছুই জানায়নি। এমনকি সে হলে উঠেছে সেটাও জানে না কর্তৃপক্ষ। তবে তার নামে ওই সিটে বরাদ্দ রয়েছে। তাছাড়া একজন শিক্ষার্থীকে হলের রুম থেকে কেউ বের করে দেওয়ার এখতিয়ার রাখে না। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।
উল্লেখ্য, অভিযুক্ত ছাত্রলীগ নেতার পুরো নাম মোস্তাফিজুর রহমান ওরফে রাতুল। তিনি সদ্য ঘোষিত হল কমিটিতে শের–ই–বাংলা হল ছাত্রলীগের সভাপতি পদ পেয়েছেন।
সারাবাংলা/এনএস