Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮ এপ্রিল ছুটি শুরু, ঈদে শাবিপ্রবি বন্ধ থাকবে ২৩ দিন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২২ ১৮:২০ | আপডেট: ১২ এপ্রিল ২০২২ ১৮:২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও মে দিবস উপলক্ষে মোট ২৩ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী সোমবার (১৮ এপ্রিল) থেকে এ ছুটি শুরু হবে।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা নববর্ষ উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ও ইস্টার সানডে উপলক্ষে রোববার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সব আনুষ্ঠানিক কার্যক্রম ও শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে। একইসঙ্গে পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও মহান মে দিবস উপলক্ষে ১৮ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত সব ক্লাস বন্ধ থাকবে।

এছাড়া ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসও বন্ধ থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সারাবাংলা/টিআর

২৩ দিন ছুটি ঈদের ছুটি শাবিপ্রবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর