এবারও বাতিল হতে পারে জেএসসি-জেডিসি
১২ এপ্রিল ২০২২ ১৪:৫৩ | আপডেট: ১২ এপ্রিল ২০২২ ১৭:৫৫
ঢাকা: গেল বছরের মতো এবারও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল হতে পারে।
মঙ্গলবার (১২ এপ্রিল) সচিবালয়ে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা-২০২৩ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এমন ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
দীপু মনি বলেন, ‘এখন যে অবস্থা দেখা যাচ্ছে তাতে আলাদা করে জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়ার সুযোগ থাকছে বলে মনে হয় না। এ পরীক্ষা নিতে শিক্ষা বোর্ড প্রস্তুতির জন্য সময় নাও পেতে পারে। তবে অন্য শ্রেণির মতো অষ্টম শ্রেণিতেও মূল্যায়ন হিসেবে স্কুলে বার্ষিক পরীক্ষা আয়োজন করা হবে।’
তিনি বলেন, ‘যেহেতু চলতি বছরের এসএসসি-সমমান পরীক্ষা জুনে ও এইচএসসি-সমমান আগস্টে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে, সেহেতু নভেম্বরে জেএসসি-জেডিসি পরীক্ষা আয়োজন কঠিন হয়ে পড়বে।’
উনার এই বক্তব্যের সূত্র ধরে সবাই বলছেন, এবারও জেএসসি-জেডিসি বাতিলের পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়।
তবে এ বিষয়ে দীপু মনি আরও বলেন, ‘জেএসসি-জেডিসি পরীক্ষা হবে কি না সেটি আগামী দুয়েক মাসের মধ্যে নিশ্চিতভাবে ঘোষণা দেওয়া হবে। আগে এ বিষয়ে ঘোষণা দেওয়া হলে শিক্ষার্থীরা পড়ালেখা থেকে অমনোযোগী হয়ে উঠবে। সে কারণে আরেকটু সময় নিয়ে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।’
তিনি বলেন, ‘আমরা এই পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। যদি সেটা সম্ভব না হয় তবে তা বাতিলের ঘোষণা দেওয়া হবে। আর আগামী বছর থেকে এমনিতেই এই পরীক্ষা থাকছে না।’
এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব ছিদ্দীকুর রহমান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক তপন কুমার সরকার, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান (রুটিন) অধ্যাপক মশিউজ্জামান প্রমুখ।
সারাবাংলা/টিএস/পিটিএম