প্রধানমন্ত্রীকে বিরোধীদলের নেতা-উপনেতার নববর্ষের শুভেচ্ছা
স্পেশাল করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২২ ১৪:৩৭ | আপডেট: ১২ এপ্রিল ২০২২ ১৫:৩৬
১২ এপ্রিল ২০২২ ১৪:৩৭ | আপডেট: ১২ এপ্রিল ২০২২ ১৫:৩৬
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলা নববর্ষ-১৪২৯’র শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর দফতরে নববর্ষের শুভেচ্ছা কার্ড পৌঁছে দেওয়া হয়েছে।
সকাল সাড়ে এগারোটার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজুর কাছে বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঁইয়া এবং বিরোধী দলীয় উপনেতার সহকারী একান্ত সচিব মো. আবু তৈয়ব শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।
এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া ও জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মমতাজ উদ্দিন উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এএইচএইচ/এনআর/এমও