ইফতার শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
১২ এপ্রিল ২০২২ ১০:৫১
নরসিংদী: এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর শিবপুরে নাঈম (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শিবপুর কলেজ গেট মোড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
ওই সময় টুটুল নামে আরও একজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় টুটুলকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহত নাঈম শেখ রাসেল শিশু কিশোর স্মৃতি সংসদের পৌর সভাপতি ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, নিহত নাঈমের সঙ্গে ধানুয়া গ্রামের আলী গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে ইতোপূর্বে কিশোর গ্যাংয়ের এই দুই গ্রুপের মাঝে একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সোমবার শিবপুর পাইলট স্কুলে নিহত নাঈম গ্রুপের ইফতার ছিল। ওই সময় নাঈম ও তার সমর্থকরা প্রতিপক্ষের আলী গ্রুপের আলীকে ধাওয়া দেয়। এরই জের ধরে আলী ও তার সমর্থকরা নাঈমকে খুঁজতে শহিদ আসাদ কলেজ গেট এলাকায় অপেক্ষা করতে থাকে। রাত সাড়ে ৮টার দিকে নাঈম ঈফতার শেষে বাড়ি ফেরার পথে আলী সমর্থকরা তাকে ঘিরে ফেলে। ওই সময় আলী গ্রুপের লোকজন নাঈমকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় নাঈমের সঙ্গে থাকা টুটুল বাধা দিতে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়।
জানা গেছে, পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে আনার পর কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আমার ভাগ্নেকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখেছে। আমি তাদের বিচার চাই।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানিয়েছেন, এলাকার আধিপত্য নিয়ে একটি হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার খবর পেয়েছি এবং ঘটনার পরপরই অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সারাবাংলা/এএম