Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফকিরহাটে যাত্রীকে ধর্ষণের অভিযোগে অটোরিকশা চালক গ্রেফতার

লোকাল করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২২ ১০:১১ | আপডেট: ১২ এপ্রিল ২০২২ ১১:০০

মোংলা: বাগেরহাটের ফকিরহাটে যাত্রীকে একা পেয়ে ধর্ষণের অভিযোগে এক অটোরিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ। অসুস্থ স্বামীকে দেখতে যাওয়ার পথে ধর্ষণের শিকার হয়েছেন ২৩ বছর বয়সী ওই নারী।

এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে রোববার (১০ এপ্রিল) রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফকিরহাট মডেল থানায় একটি মামলা করেন। এদিন রাতেই অটোরিকশা চালক মাহমুদুল হাসান রকিকে (২৪) গ্রেফতার করে পুলিশ। তিনি ঘনশ্যামপুর গ্রামের ফজলুর রহমান হাওলাদারের ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, খুলনায় অসুস্থ স্বামীর ফোন পেয়ে বাগেরহাট থেকে রাতে রওনা দিয়েছিলেন ওই গৃহবধূ। তাকে একা পেয়ে অটোরিকশা চালক সুযোগ বুঝে রাস্তার পাশে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।

এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. আলিমুজ্জামান বলেন, ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত আসামি অটোরিকশা চালক মাহমুদুল হাসানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এএম

ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর