Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুষ্টের দমন, শিষ্টের পালন হয়েছে: শাহবাজ

আন্তর্জাতিক ডেস্ক
১২ এপ্রিল ২০২২ ০০:২৫ | আপডেট: ১২ এপ্রিল ২০২২ ১৩:২১

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর জাতীয় পরিষদে ভাষণ দিচ্ছেন শাহবাজ শরিফ

অনাস্থা প্রস্তাবে ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব চলে যাওয়াকে ‘দুষ্টের দমন, শিষ্টের পালনে’র সঙ্গে তুলনা করেছেন পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একইসঙ্গে তার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার দিনটিকে পাকিস্তানের জন্য বড় একটি দিন বলে অভিহিত করেছেন। বলেছেন, আল্লাহ তায়ালা পাকিস্তানকে রক্ষা করেছেন।

সোমবার (১১ এপ্রিল) পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সংসদে দেওয়া প্রথম ভাষণে এসব কথা বলেন শাহবাজ শরিফ। এদিন ইমরান সমর্থিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সংসদ সদস্যদের পদত্যাগের পর পাকিস্তান জাতীয় পরিষদে ১৭৪ ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন ‍পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) এই প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

এর আগে, শনিবার (৯ এপ্রিল) মধ্যরাতের পর সংসদ অধিবেশনে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান পিটিআইয়ের ইমরান খান। এর মাধ্যমে পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রিত্ব হারান। এ ঘটনার প্রসঙ্গ টেনে শাহবাজ বলেন, দুষ্টের দমন ও শিষ্টের পালন হয়েছে।

আরও পড়ুন- পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী কে এই শাহবাজ শরিফ

সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার দিনটিকে দেশটির জন্য বড় একটি দিন উল্লেখ করে তিনি বলেন, তার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার মাধ্যমে পাকিস্তানের আইন ও সংবিধানের রক্ষা হয়েছে। এ ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য পাকিস্তান সুপ্রিম কোর্টকেও ধন্যবাদ জানান তিনি। বলেন, ভবিষ্যতে আর কেউ এ ধরনের অসাংবিধানিক পথ অনুসরণের সাহস করবে না। ডেপুটি স্পিকারের অনাস্থা ভোট খারিজ করে দেওয়ার বিপরীতে সুপ্রিম কোর্টের রায় পাকিস্তানের সংবিধান ও সংসদের কর্তৃত্ব বহালের ক্ষেত্রে অন্যতম ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

পাকিস্তানি রুপির বিপরীতে মার্কিন ডলারের দরপতনকে ‘জনগণের জন্য সুখের খবর’ বলে অভিহিত করেন শাহবাজ। একইসঙ্গে গত কয়েকদিনে পাকিস্তানের রাজনৈতিক ঘটনাপ্রবাহকে তিনি ‘নাটক’ বলে আখ্যা দেন।

শাহবাজ শরিফ বলেন, “কয়েক সপ্তাহ ধরে পাকিস্তানে এক ধরনের ‘নাটক’ চলছে। ‘একটি চিঠি’ নিয়ে মিথ্যার জাল ছড়ানো হয়েছে।” ওই চিঠিকে পাকিস্তান সরকারকে উৎখাত করতে বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে অভিযোগ করে আসছিল ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকার।

আরও পড়ুন-

শাহবাজ আরও বলেন, ডেপুটি স্পিকার গতকাল (রোববার) অধিবেশনে জাতীয় পরিষদের সচিবকে বলেছিলেন, ওই চিঠি যেন বিরোধী দলীয় নেতাকে (ওই সময় শাহবাজ বিরোধী দলীয় নেতা ছিলেন) দেখানো হয়। কিন্তু আমি এখনো সেই চিঠি দেখতে পাইনি, কেউ আমাকে দেখায়ওনি। মোট কথা, গোটা বিষয়টি ছিল মিথ্যা, নাটুকে ও প্রতারণাপূর্ণ। কারণ ইমরান খানকে উৎখাতের পেছনে কোনো ধরনের বিদেশি ষড়যন্ত্র ছিলই না।

কথিত বিদেশি ষড়যন্ত্রের এই চিঠি এবং ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে ঘটে যাওয়া কয়েক দিনের ঘটনাপ্রবাহ প্রসঙ্গে নবনির্বাচিত এই প্রধানমন্ত্রী বলেন, জাতির কাছে সবকিছু পরিষ্কার করে তুলে ধরা উচিত। সবার জানার অধিকার আছে যে তাদের সঙ্গে মিথ্যাচার করা হয়েছে কি না। ইমরান সরকার উৎখাতে যদি কোনো ধরনের বিদেশি ষড়যন্ত্র খুঁজে পাওয়া যায়, আমি সরে দাঁড়াব।

অর্থনীতি-কূটনীতিতে অগ্রাধিকার

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ রাষ্ট্রীয় কিছু নীতিকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন। এ ক্ষেত্রে অর্থনীতির পাশাপাশি কূটনৈতিক সম্পর্ককে গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

শাহবাজ বলেন, ১ এপ্রিল থেকে ন্যূনতম মজুরি ২৫ হাজার রুপি করা হবে। একই সময় থেকে পেনশনের পরিমাণ বাড়ানো হবে ১০ শতাংশ। রমজান মাসের যে কয়দিন বাকি আছে, এই সময়ের জন্য ভর্তুকি মূল্যে সবার জন্য আটা-ময়দা সহজলভ্য করা হবে।

অর্থনীতিকে চাঙ্গা করার বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে শাহবাজ বলেন, পাকিস্তানকে ‘বিনিয়োগের জন্য স্বর্গে’ পরিণত করা হবে। বিদ্যুতের উচ্চ দামের বিষয়টি বিবেচনা করা হবে। ক্ষুদ্র প্রদেশগুলোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে, যেখানে তরুণদের কারিগরি শিক্ষার পাশাপাশি ল্যাপটপও দেওয়া হবে। কঠোর পরিশ্রম ও জাতীয় ঐক্যের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হবে।

কূটনৈতিক সম্পর্ক প্রসঙ্গে শাহবাজ বলেন, চীন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করা হবে। কাশ্মির ইস্যুতে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা হবে। কাশ্মিরি, ফিলিস্তিনি ও আফগানিস্তানি জনগণদের নিয়ে সরব হবে পাকিস্তান।

আরও পড়ুন-

সারাবাংলা/টিআর

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর