Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চৌগাছায় মোটরসাইকেল চালককে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২২ ২১:৩৭

যশোর: চৌগাছার সৈয়দপুর মাঠ থেকে কায়েম আলী (৫৫) নামে এক মোটরসাইকেল চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ এপ্রিল) সকালে উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের সিঙের বিল এলাকায় রাস্তার পাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে চৌগাছা থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত ব্যাক্তি যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের কাজীরপাড়া গ্রামের মৃত ইসমাইল তরফদারের ছেলে কায়েম আলী। তিনি একজন পেশাদার মোটরসাইকেল চালক হিসেবে ভাড়ায় যাত্রী বহন করতেন। তার দুই ছেলে ও মেয়ে সন্তান রয়েছে। তার এক ছেলে বাংলাদেশ পুলিশে কর্মরত।

নিহতের ছোট মেয়ে শারমিন জানায়, বাবার সঙ্গে সর্বশেষ সোমবার রাত ১০টা ৩১ মিনিটে কথা হয় তার। স্থানীয় বাসিন্দাদের মুখে শোনা যায়, গতরাতে কায়েম আলী তিন জনের একটা ভাড়া নিয়ে গিয়েছিলেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, কারা কায়েমকে গলা কেটে হত্যা করে ফেলে রেখে গেছে তা এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের আটকের জন্য পুলিশ তৎপর আছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এমও

গলা কেটে হত্যা চৌগাছা মোটরসাইকেল চালক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর