‘সরকারের দায়িত্বটা হলো দেশের জন্য কাজ করার সুযোগ’
১১ এপ্রিল ২০২২ ২০:১২ | আপডেট: ১১ এপ্রিল ২০২২ ২১:২৮
ঢাকা: পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলার মতো যোগ্যতা অর্জনের জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তাদের উদ্দেশে বলেছেন, সরকারের দায়িত্ব পাওয়াটা হলো দেশের জন্য কাজ করার সুযোগ। আমার সবসময়ই একটাই লক্ষ্য, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাওয়া।
সোমবার (১১ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন। পরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী সরকারের উন্নয়নের গতি আরও জোরদার এবং নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা দেন কর্মকর্তাদের।
প্রধানমন্ত্রী বলেন, ‘পৃথিবীর অবস্থা মাঝে মাঝে পরিবর্তন হয়। পরিবর্তন হয় প্রযুক্তির। আর এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চলা এবং নিজেকে পরিবর্তন করে, দেশকে পরিবর্তন করে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়াটাই কিন্তু আসল কথা। একটা জায়গায় বসে থাকলে চলে না। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলার মতো যোগ্যতা আমাদের থাকতে হবে।’
শেখ হাসিনা বলেন, ‘আসলে সময় খুব কম। সময় তো নির্দিষ্ট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে যত বেশি কাজ মানুষের জন্য করতে পারি ততই মঙ্গল। কারণ সার্বিকভাবে যদি আমি মানুষের আর্থিক অবস্থা ভালো করতে পারি, পরিবর্তন আনতে পারি, তৃণমূলের যে মানুষগুলো আছে তাদের পরিবর্তন আনতে পারি তবেই সার্থকতা। তবেই আমাদের দেশটা আরও এগিয়ে যেতে পারবে।’
করোনাকালীন সময়ে অফিস কার্যকর রেখে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার জন্য তার কার্যালয়ের সবাইকে ধন্যবাদ প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘সারাবিশ্ব প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে এবং এর ধাক্কাতো আমাদের লাগবেই। আমার অফিসে যারা কাজ করেন, বেসরকারিখাতে যারা আছেন সবাইকে বলব, মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। যার যতটুকু জায়গা-জমি আছে সেখানে খাদ্য উৎপাদন করতে হবে।’
তিনি বলেন, ‘করোনাভাইরাস যখন আসে, তখন থেকে আমার ধারণা ছিল সামনে পৃথিবীতে খুব খারাপ দিন আসবে। খাবারের অভাবটা খুব ব্যাপক হারে দেখা দেবে। খাদ্য ঘাটতি হবে। সেজন্য আমি সবসময় এই কথাটাই বলেছি, যার যতটুকু জমি আছে কাজে লাগান। অন্তত নিজের খাবার নিজে উৎপাদন করুন। অর্থাৎ খাদ্যে আমরা যেন সবসময় সেলফ-সাফিসিয়েন্ট থাকতে পারি। ধাক্কাটা যেন আমাদের দেশে এসে না পড়ে।’
টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তার কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় বার এই বৈঠক করলেন। তার আগে ২০১৯ সালে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সামরিক সচিব, মুখ্য সচিবসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনআর/পিটিএম