Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসিফের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের মামলা হাইকোর্টে স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২২ ১৯:৩৩ | আপডেট: ১১ এপ্রিল ২০২২ ২০:১৪

ফাইল ছবি

ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ও মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার (১১ এপ্রিল) তার আপিল আবেদন গ্রহণ করে বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আসিফের পক্ষে শুনানি করেন আইনজীবী মঈন ফরাজী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারান্নুম মিতি।

এর আগে গত ১৩ জানুয়ারি গীতিকার ও সুরকার শফিক তুহিনের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আসিফ আকবরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। একইসঙ্গে, মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ২৩ জুন দিন ধার্য করেন আদালত।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ আদেশ দেন। পরে অভিযোগ গঠন ও মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন আসিফ আকবর।

২০১৮ সালের ৪ জুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে আসিফের নামে মামলা করেন শফিক।

মামলার এজাহারে শফিক বলেছেন, ২০২০ সালের ১ জুন আনুমানিক রাত ৯টার দিকে চ্যানেল ২৪-এর ‘সার্চ লাইট’ নামের একটি অনুসন্ধানী প্রতিবেদনে জানা যায়, আসিফ আকবর অনুমতি ছাড়াই তার সঙ্গীতকর্মসহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান সবার অজান্তে বিক্রি করে দিয়েছেন।

পরে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানা যায়, আসিফ আকবর আর্ব এন্টারটেইনমেন্ট এর চেয়ারম্যান হিসেবে অন মোবাইল প্রাইভেট লিমিটেড কনটেন্ট প্রোভাইডার, নেক্সনেট লিমিটেড, গাক মিডিয়া বাংলাদেশ লিমিটেড ও অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে গানগুলো ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ওয়াপ-২, রিংটোন, পিআরবিটি, ফুলট্রেক, ওয়াল পেপার, অ্যানিমেশন, থ্রি-জি কন্টেন্ট ইত্যাদি হিসেবে বাণিজ্যিক ব্যবহার করে অসাধুভাবে ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন।

বিজ্ঞাপন

এজাহারে আরও রয়েছে, পরে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে গত বছরের ২ জুন রাত ২টা ২২ মিনিটে শফিক তুহিন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুমোদন ছাড়া গান বিক্রির সেই ঘটনা উল্লেখ করে একটি পোস্ট দেন। ওই পোস্টের নিচে আসিফ আকবর নিজের একটি অ্যাকাউন্ট থেকে অশালীন মন্তব্য ও হুমকি দেন।

পরের দিন রাত ৯টা ৫৯ মিনিটে আসিফ আকবর তার প্রায় ৩২ লাখ লাইকার সমৃদ্ধ ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে আসেন। মোট ৫৪ মিনিট ৩৪ সেকেন্ড লাইভ ভিডিওর ২২ মিনিট থেকে শফিক তুহিনের বিরুদ্ধে অবমাননাকর, অশালীন ও মিথ্যা-বানোয়াট বক্তব্য দেন বলে মামলায় অভিযোগ করা হয়।

সারাবাংলা/কেআইএফ/এএম

আসিফ আকবর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর