Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের ছুটির আগেই পোশাককর্মীদের বোনাস ও অর্ধেক মাসের বেতন

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২২ ১৭:০৯ | আপডেট: ১১ এপ্রিল ২০২২ ১৮:৩৯

ঢাকা: পোশাক কারখানায় ঈদের ছুটির আগেই কর্মীদের বোনাস ও চলতি মাসের ১৫ দিনের বেতন পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে মালিক, শ্রমিক ও সরকারের এক তৃপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত এসেছে।

বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, ‘ঈদুল ফিতরের আগেই পোশাকসহ প্রতিটি কারখানায় শ্রমিকদের বোনাস দিতে হবে। একইসঙ্গে কারখানা বন্ধের আগেই চলতি এপ্রিল মাসের ১৫ দিনের বেতনসহ বকেয়া পরিশোধ করতে হবে। তবে জরুরি রফতানি থাকলে সেক্ষেত্রে কারখানা খোলা রাখতে পারবেন কারখানা। এটি হবে রাষ্ট্রের স্বার্থে, অর্থনীতির স্বার্থে।’

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, ‘চাঁদ দেখা সাপেক্ষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আগামী ২ বা ৩ মে উদযাপিত হবে। এ ঈদকে সামনে রেখে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে কারখানা মালিকরাও বন্ধ ঘোষণা করবে কারখানা। সরকারি ছুটির শুরুর আগেই বোনাস, মার্চ মাসের বেতন, বকেয়া এবং চলতি মাসের ১৫ দিনের বেতন প্রদান করতে হবে।’ তবে ঠিক কয় তারিখ বা কত রমজানের মধ্যে বেতন-বোনাস বা চলতি এপ্রিলের ১৫ দিনের বেতন দিতে হবে সেটা উল্লেখ করেননি প্রতিমন্ত্রী।

সভায় উপস্থিত ছিলেন শ্রম মন্ত্রণালয়ের সচিব এহসান-ই-এলাহী, শ্রম অধিদফতরের মহাপরিচালক খালেদ মাহমুদ, বিজিএমইএ সহ-সভাপতি নাসির হোসেন, বিকেএমইএ’র প্রতিনিধি ফারজানা শামীমা, শ্রমিক নেতা সুলতান আহমেদ, ফিরোজ হোসাইন, নাজমা আক্তার, নয়মুর হাসান জুয়েল, সড়ক-মহাসড়ক বিভাগের প্রতিনিধি সুলতানা নাসরিন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ প্রতিনিধিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/একে

ঈদের ছুটি পোশাক পোশাক কারখানা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর