দুই দুর্নীতির তদন্ত চেয়ে দুদকে বিএনপির চিঠি
১১ এপ্রিল ২০২২ ১৬:১৯ | আপডেট: ১১ এপ্রিল ২০২২ ১৭:৫৭
ঢাকা: দুই অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দিয়েছে বিএনপি।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে দুদকে সরকারের বিভিন্ন দুর্নীতির তথ্য উপাত্তসহ বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে একটি দল দুদক সচিবের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেয়।
দুদক থেকে বেরিয়ে যাওয়ার সময় আলাল সাংবাদিকদের বলেন, ‘বিএনপির পক্ষ থেকে আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের মধ্যে টেলিফোনে কথপোকথনে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছি। এ ছাড়া সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার মোহতাশেম বাবরের বিরুদ্ধে পাচারের অভিযোগ তদন্ত করতে দুদক বরাবর আবেদন করা হয়েছে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘দুদক একটি সংবিধিবদ্ধ স্বাধীন প্রতিষ্ঠান। কিন্তু ডেপুটিশনে আসা কর্মকর্তাদের প্রভাবে অনেক তদন্ত থমকে যাচ্ছে।’
এ সময় বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বিএনপি নেতা আলালের সঙ্গে ছিলেন। এর আগে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে প্রতিনিধি দলটি দুদকে প্রবেশ করে।
এর আগে, সোমবার বেলা ১১টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সরকারের দুর্নীতির তদন্ত চেয়ে চিঠি দেওয়ার কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন
দুর্নীতির ‘খতিয়ান’ নিয়ে দুদকে যাচ্ছে বিএনপি
সারাবাংলা/একে